ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হল। এখন তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। কিন্তু দেখা যাচ্ছে, আন্তর্জাতিক খেলা ছেড়ে দিলেও তিনি মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। এমনকী মহিলা আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেও দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। এখানেই শেষ নয়। রাগে কাঁই হয়ে নিজের গায়েই ব্যাটের আঘাত করেন তিনি।
ঘটনাটি তামিলনাড়ু প্রিমিয়ার লিগের। এবার তিনি রয়েছেন দিন্দিগুল ড্রাগনসে। দলের অধিনায়কও অশ্বিন। তবে আসল ঘটনাটি ঘটে ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে। লেগবিফোরের আবেদন করেন বোলার সাই কিশোর। আবেদনে সাড়া দিয়ে সরাসরি অশ্বিনকে আউট দিয়ে দেন মহিলা আম্পায়ার। এরপর মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ৩৮ বছর বয়সি ক্রিকেটার।
টসে জিতে অশ্বিনের দলকে ব্যাট করতে পাঠান ত্রিপুরের অধিনায়ক সাই কিশোর। সকলকে চমকে দিয়ে নিজেই ওপেন করতে নামেন অশ্বিন। যদিও এই কৌশল খুব একটা কাজে আসেনি। ১৮ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। তবে আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি ছিলেন না অশ্বিন।
নিজের আউট তো বটেই, বিপক্ষের বোলিংয়ের সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয় তাঁর দলকেও। ১৬.২ বলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় অশ্বিনের দল দিন্দিগুল। সহজেই এই লক্ষ্য পূরণ করে সাই কিশোরের দল। ৪৯ বল বাকি থাকতেই ৯ উইকেটে দিন্দিগুলকে পরাজিত করে ত্রিপুর।
Ash அண்ணா Not Happy அண்ணாச்சி! 😶🌫
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில்
— Star Sports Tamil (@StarSportsTamil)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.