সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের আইপিএলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন আফগান ভক্ত ওয়াজমা আয়ুবী। কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের টানে নাকি আফগানিস্তান থেকে উড়ে এসেছিলেন ভারতে। চলতি এশিয়া কাপে ফের চর্চায় এই সুন্দরী তরুণী।
রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ম্যাচ শুরুর ঠিক আগেই ভারতীয় দলের জার্সিতে দেখা গেল আয়ুবীকে। ইতিমধ্যেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন রশিদ খানরা। তাই বলে কি ক্রিকেট জ্বরে গা ভাসাবেন না আফগান সমর্থকরা? কেন নয়? আয়ুবী কিন্তু নির্দ্বিধায় গায়ে চাপিয়েছেন টিম ইন্ডিয়ার জার্সি। তিনি যে ভারতের খেলা পছন্দ করেন, বিরাট কোহলি যে তাঁর প্রিয় তারকা, এসব আগেই জানিয়েছিলেন। এবার একেবারে এদেশের জার্সিতেই দেখা গেল তাঁকে।
না, ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাননি ঠিকই, তবে ভারতের জার্সি গায়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
Best of luck to my second home team 🇮🇳♥️
— Wazhma Ayoubi 🇦🇫 (@WazhmaAyoubi)
কে এই আয়ুবী? জানা গিয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ার চেনা মুখ এবং একইসঙ্গে সমাজসেবামূলক কাজ কর্মও করেন। দুবাইয়ের এই বাসিন্দার নিজস্ব ফ্যাশনের সংস্থাও রয়েছে। আফগানিস্তানের খেলা দেখতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছিলেন তিনি। এবার ভারত-পাক ম্যাচে আলোচনার কেন্দ্রে এই লাস্যময়ী তরুণী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.