Advertisement
Advertisement

Asia Cup 2023: কেএল রাহুল দলে থাকলেও সঞ্জুর কাজ কী? জবাব দিলেন অজিত আগরকর

ফের কেএল রাহুলের চোট নিয়ে আশঙ্কা।

Asia Cup 2023: KL Rahul suffers fresh injury setback despite inclusion as Ajit Agarkar clarifies Sanju Samson inclusion। Sangbad Pratidin

কেএল রাহুল দলে থাকলেও সঞ্জুকে ব্যাকআপ হিসেবে রাখা হল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 21, 2023 4:09 pm
  • Updated:August 29, 2023 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএল রাহুলকে (KL Rahul) নিয়ে উদ্বেগের মেঘ আর কাটছে না। সোমবার অর্থাৎ ২১ আগস্ট এশিয়া কাপের (Asia Cup 2023) দল নির্বাচনে তারকা ব্যাটারের নাম দেখেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) পাশে বসিয়ে মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) ঘোষণা করে দেন যে, কেএল রাহুল পুরো ফিট নন। তাই সঞ্জু স্যামসনকে (Sanju Samson)’ব্যাকআপ’ হিসেবে শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে যাওয়া হবে।

Advertisement

আগরকর বলেন, “রাহুলের চোটের আপডেট নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে কেএল রাহুল।” প্রাক্তন জোরে বোলার আগরকর ফের যোগ, “রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।”

[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]

একনজরে ১৭ জনের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা

ব্যাক আপ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার)

[আরও পড়ুন: রাজার মতো কামব্যাক! দরাজ সার্টিফিকেট পেলেন ‘বুম বুম বুমরাহ’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ