Advertisement
Advertisement
Asia Cup 2025

নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোট হার্দিক-অভিষেকের, খেলতে পারবেন ফাইনালে? মুখ খুললেন বোলিং কোচ

ফর্মে থাকা দুই তারকার চোট ঘুম ওড়াচ্ছে ভারতীয় শিবিরের।

Asia Cup 2025: Abhishek Sharma, Hardik Pandya may miss final, India Bowling Coach Gives Worrying Update
Published by: Subhajit Mandal
  • Posted:September 27, 2025 10:49 am
  • Updated:September 27, 2025 10:49 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমিরশাহীর গরম। সঙ্গে আর্দ্রতা। চরম অস্বস্তিকর আবহাওয়ায় প্রায় প্রতি দু’দিনে একটি করে ম্যাচ খেলতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের চোট আঘাত জনিত সমস্যার আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কাই সত্যি হল শুক্রবার। কার্যত নিরর্থক নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়লেন ভারতীয় দলের মহাগুরুত্বপূর্ণ দুই তারকা।

Advertisement

একজন হার্দিক পাণ্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার। বুমরাহর সঙ্গে এশিয়া কাপে তিনিই দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। আর একজন অভিষেক শর্মা। টুর্নামেন্টে সেরা ফর্মে থাকা ব্যাটার। তিনিও ফিল্ডিং করার সময় নবম ওভারে পেশিতে টান নিয়ে মাঠ ছাড়েন। তিনিও আর মাঠে ফেরেননি। ডাগআউটে তাঁদের দেখা যায় হ্যামস্ট্রিংয়ে বরফ লাগিয়ে বসে রয়েছেন। দুই মহাগুরুত্বপূর্ণ তারকার চোট স্বাভাবিকভাবেই প্রশ্নে রাখবে ভারতীয় শিবিরকে।

রবিবারই এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচে আদৌ খেলবেন তো হার্দিক-অভিষেকরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও যে ভারতীয় শিবিরকে বিশেষ আশ্বস্ত করে গেলেন, তেমন নয়। বিশেষ করে হার্দিককে নিয়ে তিনি যেটা বললেন, সেটা বেশ উদ্বেগের। মর্কেল বলছেন, “দুজনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছে। হার্দিককে নিয়ে আমরা আজ (শুক্রবার) ও কাল (শনিবার) ওঁর পরিস্থিতি বুঝব। তারপর ওকে ফাইনালে খেলানো নিয়ে সিদ্ধান্ত। তবে অভিষেক ঠিক আছে।” অর্থাৎ হার্দিক আদৌ রবিবার খেলবেন কিনা নিশ্চিত নন ভারতীয় দলের কোচ।

মর্কেল সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। শনিবার ভারতীয় দলের অনুশীলনও বাতিল করা হয়েছে। রাখা হয়েছে ঐচ্ছিক পুল সেশন। ক্রিকেটাররা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ