আফগানিস্তান: ১৮৮-৬ (অটল ৭৩, ওমরজাই ৫৩)
হংকং: ৯৪-৯ (বাবর হায়াত ৩৯, ইয়াসিম মুর্তজা ১৬)
আফগানিস্তান ৯৪ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের শুরুটা যে নির্বিষ হতে চলেছে সেটা প্রত্যাশিতই ছিল। হলও তাই। প্রথম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুর্বল হংকংকে বড় ব্যবধানে হারিয়ে দিল আফগানরা। তবে জিতলেও টপ অর্ডারের ব্যর্থতা চিন্তায় রাখবে রশিদ খানদের। আর নিরুত্তাপ ম্যাচ চিন্তায় রাখবে আয়োজকদের।
এশিয়া কাপের মতো ইভেন্টের উদ্বোধনী ম্যাচে বিশেষ চমক ছিল না। মাঠে দর্শকও বিশেষ ছিলেন না। সেটা প্রত্যাশিত। ভারত বা পাকিস্তানের মতো বড় দল খেলছে না। আবার অখ্যাত হংকং আফগানিস্তানের জন্য একেবারেই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ নয়। প্রত্যাশা ছিল ম্যাচ একপেশে হবে। হলও তাই। আফগানরা ম্যাচ জিতে নিল ৯৪ রানে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে। ওপেনার সেদিকুল্লা অটল ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। মাত্র ২১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস আসে আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকেও। এর বাইরে নবি করেন ৩৩ রান। আর কোনও আফগান ব্যাটার রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৪ রানে শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস। বাবর হায়াত ছাড়া হংকংয়ের কোনও ব্যাটারই টিকতে পারেননি। বাবর করেন ৩৯ রান। আফগানরা ম্যাচ জিতে নেয় ৯৪ রানের বিরাট ব্যবধানে।
গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশের মতো শক্ত প্রতিপক্ষ রয়েছে। ফলে এই ম্যাচে বড় জয়ে রান রেট বাড়িয়ে নিতে চাইছিল আফগানরা। রশিদ খানরা সে উদ্দেশে সফল। তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা ভাবাবে আফগানিস্তানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.