সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রঙ্কো টেস্টের পর ফের নয়া পরীক্ষা। তাও সেটা এশিয়া কাপের মধ্যেই। শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শুভমান গিলরা। যা অনেকটা ফুটবলের গোলকিপারের অনুশীলনের মতো।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এক নতুন পরীক্ষা শুরু করেছে টিম ইন্ডিয়া। যেখানে ছোট গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। আর সামনে থেকে তাঁদের দিকে বল ছুড়ছেন টি দিলীপ। ক্রিকেটারদের কাজ হবে বল যেন কোনওভাবেই পিছনের গোলপোস্টের জালে না জড়ায়। সেই ক্যাচ ধরার অনুশীলন চলছে নতুন বলে। যা খুব দ্রুত গতির হয়।
প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্য করে দুটো সেটে পাঁচবার বল ছোড়া হচ্ছিল। শুরুতে আসেন হার্দিক পাণ্ডিয়া। তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেন। শরীর ছুড়ে চারটি ক্যাচ ধরেন গিলও। প্রথম সেটে ভালোভাবে ক্যাচ ধরতে পারেননি রিঙ্কু। দ্বিতীয় সেটে সেরা ছন্দে ছিলেন তিনি। কিন্তু আচমকা কেন এই পরীক্ষা? হার্দিকের উত্তর, “যদি আমাকে ড্রাইভ মারতে হয়, তাহলে বুঝতে হবে আমি ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছতে পারছি না।”
এর আগে গম্ভীরের সামনেই ব্রঙ্কো টেস্ট দিয়েছেন অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে খুবই উপযোগী এই ব্রঙ্কো টেস্ট। যা নিয়ে টিম ইন্ডিয়ার স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো বলেছেন, “মাঠে গিয়ে দিতে হয় এই পরীক্ষা। বিশ্বের যে কোনও জায়গায়, যে কোনও মাঠে এই পরীক্ষার আয়োজন করা যেতে পারে। ফলে খেলোয়াড়রাও নিজেদের ফিটনেস মূল্যায়ন করারও সুযোগ পায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.