সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান মোকাবিলা। তার আগে বড়সড় আশঙ্কা ভারতীয় দলের জন্য। মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
ওমানের বিরুদ্ধে আবু ধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান অক্ষর। হামাদ মির্জার শট অক্ষরের দিকে এগিয়ে আসে। কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি। বরং মাটিতে পড়ে মাথায় চোট পান। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, সেটার জন্য পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর।
তবে ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করছেন। তিনি ম্যাচের পর জানিয়েছেন ‘সব ঠিক আছে।’ তবে তারপরও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি অক্ষর। তবে বল হাতে কার্যকরী ভূমিকা নেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট পান। ফখর জামান ও সলমন আলি আঘাকে ফেরান তিনি। আবার ওমানের বিরুদ্ধে ১৩ বলে ২৬ রান করেন। মাত্র ১ ওভার বল করতে পারেন।
কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে যদি অক্ষর না খেলতে পারেন, তাহলে বিকল্প কে হবেন? স্পিনার অলরাউন্ডার হিসেবে তাঁর বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। বলা যায়, দলের ভারসাম্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁর। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীরা মতো স্পিনার আছেন। হাত ঘোরাতে পারেন অভিষেক শর্মা। সেক্ষেত্রে বাড়তি পেসার খেলাতে পারে ভারত। যদিও স্ট্যান্ডবাই হিসেবে ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাগরা আছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.