Advertisement
Advertisement
Asia Cup 2025

‘যে কেউ ভারতকে হারাতে পারে’, সূর্যদের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাংলাদেশ কোচের

ভারতের বিরুদ্ধে নামার আগে একটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ।

Asia Cup 2025: Every Team Can Beat India, says Bangladesh coach Phil Simmons
Published by: Subhajit Mandal
  • Posted:September 23, 2025 9:30 pm
  • Updated:September 23, 2025 9:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের এক নম্বর টি-২০ দল। এশিয়া কাপের এ পর্যন্ত সেরা দল। পাকিস্তান দু’বার খেলেও কল্কে পায়নি। সংযুক্ত আরব আমিরশাহী, ওমানের কথা না হয় বাদই দেওয়া গেল। এ হেন টিম ইন্ডিয়াকে নাকি যে কোনও দল হারিয়ে দিতে পারে। ভারতের বিরুদ্ধে নামার আগে এমনটাই দাবি বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। টিম ইন্ডিয়া এতদিন কী করেছে, বা কী করতে পারে, সেসব নিয়ে ভাবতে নারাজ লিটনদের কোচ। তাঁর সাফ কথা, ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।

Advertisement

বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুটা ভালো না করলেও লিটন দাসরা চমকপ্রদ কামব্যাক করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর পরপর দু’ম্যাচে ম্যাচে জিতেছে ওপার বাংলার টাইগাররা। প্রথমে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে জয়, পরে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’পয়েন্ট। চাঙ্গা করে দিয়েছে বাংলাদেশ শিবিরকে। আত্মবিশ্বাস বেড়েছে সিমন্সেরও।

ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ কোচ বলছেন, “যে কোনও দলই ভারতকে হারাতে পারে। ম্যাচের দিনের পারফরম্যান্সের উপর ফলাফল নির্ভর করে। ম্যাচের সাড়ে ৩ ঘণ্টার পারফরম্যন্সই সবটা ঠিক করবে। ভারত আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়।” টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পরিকল্পনা কী? সিমন্স বলছেন, “আমরা জেতার জন্য মাঠে নামব। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভারতীয়দের ভুল করতে বাধ্য করার চেষ্টা করব। ওরা যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারে, সেটাই নিশ্চিত করতে হবে।”

সুপার ফোরের সূচি নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন সিমন্স। এশিয়া কাপের সুপার ফোরে পরপর দুদিন খেলতে হবে বাংলাদেশকে। বুধবার ভারতের বিরুদ্ধে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে। সিমন্স বলেছেন, “টানা দুটো টি-টোয়েন্টি বা এক দিনের ম্যাচ খেলা খুবই কঠিন। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কিন্তু কাজটা মোটেই সহজ নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ