Advertisement
Advertisement
Asia Cup 2025 Final

এশিয়া কাপ ফাইনালে ফের ভারত-পাক, মহারণের ভাগ্য নির্ধারণ করবে যে পাঁচ খণ্ড লড়াই

এ পর্যন্ত টুর্নামেন্টে ফর্মের বিচারে এগিয়ে ভারত।

Asia Cup 2025 Final: 5 key battles that will decide India-Pakistan clash
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2025 12:58 pm
  • Updated:September 28, 2025 1:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এ পর্যন্ত টুর্নামেন্টে ফর্মের বিচারে এগিয়ে ভারত। তবে ফাইনালে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। সেটা বদলে দেওয়ার মতো অস্ত্র পাকিস্তানের হাতে আছে। অবশ্য পালটা দেওয়ার ক্ষমতা আছে ভারতেরও। এই মহারণের ভাগ্য নির্ধারণ করতে পারে যে পাঁচ টুকরো লড়াই।

Advertisement

অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদি
চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে অভিষেক শর্মা। ঝড়ের গতিতে ইনিংস শুরু করেন। টুর্নামেন্টের টপ স্কোরারও তিনি। আগের দুম্যাচে শাহিন আফ্রিদিকে একেবারেই রেয়াত করেননি ভারতের বাঁহাতি ওপেনার। এ পর্যন্ত এশিয়া কাপে শাহিনের ১৪ বলে অভিষেক করেছেন ৩১ রান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলি বাদ দিলে ভালো ফর্মে রয়েছেন শাহিনও। সুপার ফোরের বাকি দুম্যাচেই তিনি পেয়েছেন ৬টি উইকেট। রবিবার মেগা ফাইনালে শাহিন-অভিষেক লড়াই ভাগ্য নির্ধারণ করবে।

সূর্যকুমার যাদব বনাম হ্যারিস রউফ
রউফ এশিয়া কাপে ভালো ফর্মে। আর সূর্যকুমার বিশ্রী ফর্মে। মুখোমুখি সাক্ষাতেও সূর্যকে নাস্তানাবুদ করেছেন পাক পেসার। এর আগে তিন সাক্ষাতে তিনবারই ভারত অধিনায়ক আউট হয়েছেন রউফের বলে। তবে রবিবারের লড়াইয়ে জিততে হলে সূর্যকে ঘুরে দাঁড়াতে হবে।

সাহিবজাদা ফারহান বনাম জশপ্রীত বুমরাহ
ভারত তথা বিশ্বের সেরা পেসার বুমরাহর এশিয়া কাপ তাঁর মান অনুসারে যাচ্ছে না। অন্যদিকে পাক ওপেনার সাহিবজাদা ফারহান ভালো ফর্মে। বুমরাহর বিরুদ্ধেও দুই ম্যাচে তিনি ভালো খেলেছেন।

হার্দিক পাণ্ডিয়া বনাম ফাহিম আশরাফ
দুই দেশের দুই অলরাউন্ডার। দুজনেই লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। দুজনেই পেস বল করেন। দুজনের পারফরম্যান্সের উপর নির্ভর করবে ম্যাচের ফলাফল।

আবরার আহমেদ বনাম কুলদীপ যাদব
দুই দলের প্রধান অস্ত্র। আবরার ভারতের বিরুদ্ধে ছাড়া বাকি সব দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন। একেবারেই রান দেননি। আর কুলদীপ সব দলের বিরুদ্ধেই দাপিয়ে খেলেছেন। আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে দুই বোলারের পারফরম্যান্সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ