সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে সামনে পেলেই যেন জ্বলে ওঠেন হার্দিক পাণ্ডিয়া। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ফের উইকেট পেলেন ভারতের তারকা অলরাউন্ডার। সেই সঙ্গে নয়া নজিরও গড়লেন। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে তাঁর রেকর্ডকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন।
সলমন আলি আঘাদের বিরুদ্ধে প্রথমে আঘাত করেন হার্দিকই। তাঁর বলে আউট হন ফখর জামান। যদিও সেই আউট নিয়ে বিতর্কের ধুয়ো তুলছে পাকিস্তান। অনেকের মতে, ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন বল ধরার আগেই তা মাটিতে স্পর্শ করে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে হয় ফখরকে।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে হার্দিকের উইকেট সংখ্যা দাঁড়াল ৯৭। টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন হার্দিকই। যুজবেন্দ্র চাহালের উইকেট ৯৬। তবে ভারতীয় দলে নিয়মিত হন চাহাল। ১০০টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ সিং।
এখানেই শেষ নয়। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ফর্মের ধারা বজায় রেখেছেন হার্দিক। ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন হার্দিকই। দুবাইয়ে সেটাকে আরও একধাপ বাড়িয়ে নিলেন। ৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৫। এই তালিকায় তাঁর পরে আছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৭ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট
অর্শদীপ সিং– ১০০
হার্দিক পান্ডিয়া– ৯৭*
যুজবেন্দ্র চাহাল– ৯৬
জশপ্রীত বুমরাহ– ৯২
ভুবনেশ্বর কুমার– ৯০
Wickets ka swaagat, yet again
Hardik Pandya nicks one off Fakhar Zaman
Watch LIVE NOW, on the Sony Sports Network TV channels & Sony LIV.
— Sony Sports Network (@SonySportsNetwk)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.