Advertisement
Advertisement
Asia Cup 2025

রাত পোহালেই ভারত-পাক মহারণ, ম্যাচের মোড় ঘোরাতে পারে যে ৫ খণ্ড লড়াই

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জিতে নামছে ভারত-পাকিস্তান।

Asia Cup 2025: Here is the key battle of India vs Pakistan match
Published by: Arpan Das
  • Posted:September 13, 2025 2:27 pm
  • Updated:September 13, 2025 2:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত। সেখানে পাকিস্তান ধারেভারে অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সলমন আলি আঘারা প্রস্তুত। কিন্তু সেটা কি সূর্যকুমারদের হারানোর জন্য যথেষ্ট? দু’দলই প্রথম ম্যাচ জিতেছে। হাইভোল্টেজ ম্যাচে কোন দল জিতবে, তা ঠিক করে দেবে এই পাঁচ খণ্ড লড়াই।

Advertisement

শুভমান গিল বনাম শাহিন আফ্রিদি: ভারতীয় সহ-অধিনায়কের দলে ঢোকা ও দায়িত্ব পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএল, ইংল্যান্ড সিরিজের পর এবার এশিয়া কাপেও আগুন ঝরাতে তৈরি গিল। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৯ বলে ২০ রান করে তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। অন্যদিকে শাহিন আফ্রিদি ভালো ফর্মে ছিলেন না। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভরসা দিয়েছেন। ক্রমশ ফর্মে ফিরছেন। ওমানের বিরুদ্ধে ২০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।

সূর্যকুমার যাদব বনাম আবরার আহমেদ: টি-টোয়েন্টিতে ভারতের আশাভরসা হয়ে উঠতে পারেন সূর্যকুমার। আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে ছিলেন না ভারতের অধিনায়ক। তবে ফর্মে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। ওপেনিংয়ে অভিষেক ও গিলের পর সূর্য ঝড় তুলতে প্রস্তুত। আমিরশাহীর বিরুদ্ধে ২ বলে ৭ রান করেন। আবার পাক স্পিনের সবচেয়ে বড় ভরসা আবরার আহমেদ। ওমানের বিরুদ্ধে ১২ রানে একটি উইকেট পান। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বিপাকে পড়েছিলেন, তাতে কামব্যাকে মরিয়া থাকবেন তিনি। শেষ তিন ম্যাচে তুলেছেন ৭ উইকেট।

হার্দিক পাণ্ডিয়া বনাম সাইম আয়ুব: হার্দিক পাণ্ডিয়া যে কখন কী করে দিতে পারে, তা কে বলতে পারে? আর ভারতীয় অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে সবসময়ই নিজের সেরাটা দেন। আমিরশাহীর বিরুদ্ধে অবশ্য ব্যাটের সুযোগ পাননি। তবে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো ছন্দে ছিলেন। আবার পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি সাইম আয়ুব। ব্যাটে-বলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওমানের বিরুদ্ধে ব্যাটে রান পাননি। তবে ৮ রান দিয়ে ২টি উইকেট তুলেছেন।

জশপ্রীত বুমরাহ বনাম মহম্মদ হ্যারিস: দুবাইয়ের পিচে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে বোলিং। বুমরাহর মতো পেসার থাকলে যে কোনও দলই অ্যাডভান্টেজ নিয়ে নামবে। আমিরশাহীর বিরুদ্ধে ১৯ রান দিয়ে ১ উইকেট পান। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের টপ অর্ডার। সাহিবজাদা ফারহান, ফখর জামানদের পাশাপাশি মহম্মদ হ্যারিসের মতো খেলোয়াড়রাও শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। ওমানের বিরুদ্ধে রান তুলতে বড় ভরসা ছিলেন হ্যারিস। ৪৩ বলে ৬৬ রান করেন।

ফখর জামান বনাম কুলদীপ যাদব: চোট সরিয়ে দলে ফিরেছেন ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে বরাবর তিনি ভালো খেলেন। ওমানের বিরুদ্ধে ১৬ বলে ২৩ রান করেন। তবে কুলদীপ যাদবকে কতটা সামলাতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। আমিরশাহীর বিরুদ্ধে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট পান। ম্যাচের সেরাও তিনি। দুবাইয়ের পিচে কুলদীপের ঘূর্ণি সামলাতে বিপাকে পড়বে পাক দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ