Advertisement
Advertisement
India Cricket Team

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে জোড়া সমস্যা ভারতের! প্রথম একাদশে পরীক্ষার পথে হাঁটবেন সূর্যরা?

ধারেভারে লিটন দাসদের থেকে বহুগুণ এগিয়ে ভারত।

Asia Cup 2025: Here is the possible xi of India Cricket Team

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 24, 2025 12:57 pm
  • Updated:September 24, 2025 1:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সামনে এশিয়া কাপ ফাইনালে ওঠার হাতছানি। দুবাই স্টেডিয়ামে প্রতিপক্ষ বাংলাদেশ। শক্তির বিচারে লিটন দাসদের থেকে বহুগুণ এগিয়ে ভারত। কিন্তু যতই হোক, খেলাটার নাম ক্রিকেট। বাংলাদেশের বিরুদ্ধে কি কোনও বাড়তি পরীক্ষার পথে হাঁটবে টিম ইন্ডিয়া?

Advertisement

সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুটো বিষয়ে ভুগেছিলেন সূর্যদের। এক- জশপ্রীত বুমরাহর ফর্ম। দুই- ক্যাচ মিসের সমস্যা। যদিও এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাননি ভারত অধিনায়ক। বুমরাহর রান দেওয়াটাই ‘দুর্ঘটনা’। ৪ ওভারে দিয়েছিলেন ৪৫ রান। কোনও উইকেট পাননি। যেহেতু ভারতীয় বোলিং অত্যন্ত শক্তিশালী, তাই কুলদীপ যাদব, শিবম দুবেরা এগিয়ে এসেছিলেন। কিন্তু বুমরাহ যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই বাড়তি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটার সম্ভাবনা কম।

ভারতীয় শিবিরের যা খবর, তাতে দলে কোনও বদল আসছে না। পাকিস্তান ম‌্যাচে যে টিম খেলেছিল সেটাই থাকবে। দুবাইয়ে যেরকম গরম, তাতে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আর ভারতীয় স্পিনাররা ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছেন। বিশেষ করে কুলদীপ যাদব। বুমরাহ তো বটেই, একই সঙ্গে কুলদীপদের সামলানোর কাজটা বাংলাদেশের কাছে যে চ‌্যালেঞ্জের হতে চলেছে, সেটা বলে দেওয়াই যায়। এর সঙ্গে আবার অভিষেক শর্মা, শুভমান গিলদের ব‌্যাটিং বিস্ফোরণ।

দ্বিতীয় সমস্যাটা হল ক্যাচ মিসের। পাকিস্তান ম্যাচে যেমন চার-চারটে ক্যাচ মিস হয়েছে। প্রথম ক্যাচটা মিস করেন অভিষেক শর্মা। তারপর সাইম আয়ুবের ব্যাটের মাথায় লেগে সোজা কুলদীপ যাদবের হাতে চলে যায়। কিন্তু সেটা হাতছাড়া করেন তিনি। অষ্টম ওভারে সাহিবজাদার শট বাউন্ডারি লাইনে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন অভিষেক। কিন্তু এবারও সেই এক অবস্থা। আবার ১৮.৫ ওভারে ‘লোপ্পা’ ক্যাচ ছাড়েন শুভমান গিল। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ‘বাটার ফিঙ্গারের’ সমস্যা মিটিয়ে ফেলতে হবে ভারতকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ