৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ৮ দল নামছে এশিয়াসেরার লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে আফগানিস্তান।
গ্রুপ: এশিয়া কাপে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকংয়ের সঙ্গে রয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলি, সিদিকুল্লাহ আটাল, আজমতুল্লাহ ওমারজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মহম্মদ ইসহাক, নূর আহমদ, মুজিব উর রহমান, আল্লাহ গজনফর, ফরিদ মালিক, নবীন উল হক, ফজলহক ফারুকি।
সম্ভাব্য প্রথম একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মহম্মদ ইসহাক, করিম জানাত, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমারজাই, মহম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), দরবেশ রসুলি, আল্লাহ গজনফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি।
শক্তি: দল গঠন নিয়ে খুব বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগানিস্তানের নির্বাচকরা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই আফগান দলের বোলিং আক্রমণ প্রতিযোগিতার অন্যতম সেরা। বিশেষত তাদের স্পিন বিভাগ। আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। তাছাড়াও স্পিনার হিসাবে দলকে ভরসা জোগাতে তৈরি মহম্মদ নবি। স্পিন আক্রমণকে শক্তিশালী করার লক্ষ্যে আছেন মুজিব উর রহমান ও আল্লাহ গজনফর। দলে সুযোগ পেয়েছেন পেস বোলার নবীন উল হক। দলে রয়েছেন পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই।
দুর্বলতা: এবারের এশিয়া কাপে সব নজর থাকবে আফগানিস্তানের উপর। এখন আর তারা ‘ডার্ক হর্স’ নয়। বরং ট্রফিজয়ের প্রবল দাবিদার। সেই চাপটা সামলাতে হবে রশিদ খানদের। গ্রুপ পর্বে বড় পরীক্ষার মুখে না পড়তে হলেও সুপার ফোরে অপেক্ষা করতে পারে ভারতের মতো দল। ব্যাটিং ও স্পিনবিভাগ শক্তিশালী হলেও পেস বিভাগে গতির অভাব ভোগাতে পারে।
এক্স ফ্যাক্টর: ইব্রাহিম জাদরান। সাম্প্রতিক সময়ে সেরা ফর্মে আছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ তিন টি-টোয়েন্টি মিলিয়ে করেছেন ১৭৬।
সম্ভাবনা: গ্রুপ পর্বের বাধা টপকাতে অসুবিধা হবে না। সব ঠিক চললে ফাইনাল পর্যন্ত পোঁছতে পারে আফগানিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.