সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে কোনও রকমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান। এখনও ফাইনাল নিশ্চিত নয়, চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা। কিন্তু সেসব নিয়ে ভাবছেই না তারা। বরং শ্রীলঙ্কাকে হারিয়ে পাক তারকা হুসেন তালাত বলেই ফেললেন, “আর তো দুটো ম্যাচ, তারপরই চ্যাম্পিয়ন হয়ে যাব।”
সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হুসেন। প্রথমে ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পরে পাক ব্যাটিং যখন বিপদে, তখন হুসেনের ৩২ রানের অপরাজিত ইনিংস ম্যাচ জিততে সাহায্য করে। তারপরই তিনি বলছেন, “আর মাত্র দুটো ম্যাচ বাকি। যদি আমরা সেই দুটো ম্যাচ ভালো খেলতে পারি, তাহলে ট্রফি জিতে নেব।”
আপাতত পাকিস্তানের পয়েন্ট ২। বাংলাদেশের পয়েন্টও সমান। সুপার ফোরে সলমন আলি আঘাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধেই। সেই জন্যই কি বাড়তি আত্মবিশ্বাস হুসেনের গলায়? তিনি বলেন, “আমরা বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে খেলেছি। আমাদের হাতে অনেক বিকল্প আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা ছন্দে ফিরছি। আগের দুটি ম্যাচে অনেকে ভালো খেলতে পারেনি। কিন্তু তারাও সুযোগ পাচ্ছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সেটা হলে তারা ভালো খেলার চেষ্টা করে।” সেই যুক্তি অবশ্য শাহিন শাহ আফ্রিদির (২৮/৩) ক্ষেত্রে প্রযোজ্য। তবে সাইম আয়ুব বা সলমন আলি আঘারা এখনও ছন্দে আসেননি।
সেসব নিয়ে ভাবছেন না হুসেন। তিনি জানান, “হারতে কার ভালো লাগে? আমরা জিততে চাই, আমাদের দেশের লোকও তাই চায়। সমালোচনা থাকবেই। আমরা সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেগুলো দলের জন্য ভালো না। তাই আমরা শ্রীলঙ্কা ম্যাচের আগে কোনও চাপ নিতে চাইনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.