সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যকুমার যাদবরা! ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির থেকে ট্রফি গ্রহণ করল না ভারতীয় দল। এমনকী মঞ্চেও ওঠেনি ভারতের কেউ। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনও তারকা। তা নিয়ে বিতর্কও হয়েছে। কিন্তু তাতে মাথা নোয়ালেন না সূর্যরা।
মাঠের লড়াই তিনবার অনায়াসে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে ৫ উইকেটে পাক-বধ করেন তিলক বর্মারা। মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। সম্ভবত সেই সময়ই ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মমতো নকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হত সূর্যকুমারদের। পাকিস্তান মাঠে হেরেছে। কিন্তু মাঠের বাইরে অন্তত একটা লড়াই জেতার জন্য মরিয়া ছিলেন নকভি। সূর্যকুমার তাঁর হাত গ্রহণ করলেও বিতর্ক, না করলেও বিতর্ক।
হোক বিতর্ক! সেসবে পাত্তাই দিলেন না সূর্য। পাকিস্তানকে প্রথম ম্যাচে হারানোর পর তাঁর মুখে ছিল পহেলগাঁও জঙ্গিহানার কথা। শ্রদ্ধা জানিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। মাঠে বহুবার বিতর্কিত আচরণ করে পাকিস্তান ক্রিকেটার মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি কেউ। বরং চ্যাম্পিয়ন হয়েই তার জবাব দিল ভারতীয় দল। আর শেষবেলায় মুখের উপর উত্তর দিল পিসিবি চেয়ারম্যান নকভিকে।
মাঠের মতো মাঠের বাইরেও পাক-সংশ্রব এড়িয়ে চলেছে ভারত। যে কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। কিন্তু এশিয়া কাপ ফাইনালের আগে দুটো টিমের ফটোশুট হয়নি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি পাক অধিনায়ক আঘার সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.