Advertisement
Advertisement
Asia Cup 2025

এশিয়া কাপ ফাইনালে পাশা উলটে দিতে পারে পাকিস্তান! পাঁচ দুর্বলতা ভাবাচ্ছে ভারতকে

রানের মধ্যে নেই খোদ অধিনায়ক সূর্যকুমার যাদবই।

Asia Cup 2025: India Cricket Team's weakness against Pakistan in Final
Published by: Arpan Das
  • Posted:September 27, 2025 4:30 pm
  • Updated:September 27, 2025 4:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ফাইনালে সামনে পাকিস্তান। যাদের আগের দুই ম্যাচে হারিয়েছে ভারত। কিন্তু ফাইনালে লড়াইটা সহজ নয়। তার নেপথ্যে সূর্যকুমার যাদবদেরই একাধিক ‘ভুল’।

Advertisement

সূর্যর ফর্ম: একেবারেই রানের মধ্যে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পাননি। শেষ তিন ম্যাচে করেছেন মাত্র ১৭ রান। যেটা নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ককে।

ক্যাচ মিস: এশিয়া কাপে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ক্যাচ মিস। চার-চারটে ক্যাচ মিস হয় সুপার ফোরের ম্যাচে। অভিষেক শর্মা, কুলদীপ যাদবরা সুযোগ হাতছাড়া না করলে পাকিস্তানকে অনেক আগেই গুটিয়ে ফেলা যেত। দুবাই স্টেডিয়ামের বিশেষ আলো ব্যবস্থা, ‘রিং অফ ফায়ার’কে দোষ দিয়ে লাভ নেই। ভালো ক্যাচ ধরে ভারতকে ক্যাচ ধরাও ‘শেখালেন’ লঙ্কান ক্রিকেটাররা।

বোলিং ব্যর্থতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ছিলেন না শিবম দুবেও। সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানা ও অর্শদীপ সিং। এর মধ্যে প্রথমজনকে নিয়ে ফের প্রশ্ন উঠতে বাধ্য। গম্ভীরের ‘প্রিয়পাত্র’কে দেখেশুনে বাউন্ডারির ওপারে ফেললেন পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা। লাইন-লেংথের কোনও ঠিকানা নেই। হর্ষিত কোনটা বাউন্সার, কোনটা শর্টপিচ দেবেন, তা যেন বল করার আগেই বোঝা যাচ্ছিল। একা পাথুম নিশঙ্কাই ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছিলেন। কুলদীপ যাদবরা সঠিক সময়ে জ্বলে না উঠলে সেটা হয়েও যেত।

অতি পরীক্ষানিরীক্ষা: শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেয়েছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। আশ্চর্যজনকভাবে দুজনের ব্যাটিং পজিশন নিয়েই যত পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশ ম্যাচে তিলক খেলেন ৭ বল। সঞ্জু ব্যাট করার সুযোগই পাননি। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু ৩৯ রান করেন। তিলক অপরাজিত থাকেন ৪৯ রানে। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত কেন এত পরীক্ষানিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না? এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে।

আত্মতুষ্টি: এশিয়া কাপে সবকটি ম্যাচই জিতেছে ভারত। পাকিস্তানকে দু’বার হারিয়েছে। পাকিস্তানকে এখন আর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলে মনেই করছেন না সূর্যকুমাররা। আত্মবিশ্বাস যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, শ্রীলঙ্কা ম্যাচ তার ‘শিক্ষা’ দিয়ে গেল। ক্যাচ এই ম্যাচেও পড়েছে, ফিল্ডিংয়ে অনেক সমস্যা, বোলিংয়ের খামতিগুলো চোখে পড়েছে। সব মিলিয়ে এই ম্যাচ ভারতের জন্য যেন ‘ওয়েক আপ কল’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ