সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। পহেলগাঁও আবহে এই ম্যাচ বয়কটের দাবি উঠলেও বিসিসিআই দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে বিস্তর বিতর্ক। এ হেন হাই ভোল্টেজ ম্যাচ নিয়েও সমর্থকদের মধ্যে সেভাবে উৎসাহ নেই। এক মুহূর্তের জন্য বিতর্ক সরিয়ে রেখে ভাবলেও এই ম্যাচ নিয়ে আগের মতো উৎসাহ না থাকাটা স্বাভাবিকই মনে হবে। কারণ ইদানিং ভারত-পাক ম্যাচে আর আগের মতো প্রতিন্দ্বন্দ্বিতা দেখা যায় না। অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে।
বিশেষ করে এশিয়া কাপে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। বস্তুত এশিয়া কাপে ভারতই সবচেয়ে সফল দল। এ পর্যন্ত ৮ বার টিম ইন্ডিয়া এই খেতাব পেয়েছে। পাকিস্তান মাত্র দু’বার এশিয়ার সেরার খেতাব পেয়েছে। মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপে মহারণ
মুখোমুখি ভারত-পাকিস্তান
মোট ম্যাচ ১৮
ভারত জয়ী ১০
পাকিস্তান জয়ী ৬
অমীমাংসিত ২
ওয়ানডে ফরম্যাট
মোট ম্যাচ ১৫
ভারত জয়ী ৮
পাকিস্তান জয়ী ৫
অমীমাংসিত ২
টি-২০ ফরম্যাট
মোট ম্যাচ ৩
ভারত জয়ী ২
পাকিস্তান জয়ী ১
অমীমাংসিত ০
টি-২০ ফরম্যাটে সর্বাধিক রান
বিরাট কোহলি ১৪৪
টি-২০ ফরম্যাটে সর্বাধিক উইকেট
হার্দিক পাণ্ডিয়া ৭
টি-২০ ফরম্যাটে এক ইনিংসে সর্বাধিক রান
মহম্মদ রিজওয়ান ৭১
টি-২০ ফরম্যাটে এক ইনিংসে সেরা বোলিং
ভুবনেশ্বর কুমার ৪-২৬
সাম্প্রতিক ফর্মের বিচারেও ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে মাত্র ২৭ বল খেলেই উড়িয়ে দিয়েছে। সে তুলনায় ওমানকে হারাতে বেশি বেগ পেতে হয়েছে পাকিস্তানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.