Advertisement
Advertisement
India vs Pakistan

এশিয়া কাপের মহারণে এগিয়ে কারা? একনজরে ভারত-পাকিস্তানের শক্তি ও দুর্বলতা

পরিসংখ্যান বলছে, ভারত-পাক মহারণে এগিয়ে টিম ইন্ডিয়া।

Asia Cup 2025: India vs Pakistan SWOT analysis
Published by: Subhajit Mandal
  • Posted:September 21, 2025 9:40 am
  • Updated:September 21, 2025 9:40 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দুবাইয়ে এশিয়া সুপার ফোরের ম্যাচে ফের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বলছে, এই মহারণে এগিয়ে ভারত। সাম্প্রতিক ফর্মের বিচারেও ভারত পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপ পর্বে অপরাজিত। প্রথম ম্যাচে এই পাকিস্তানকেই একপ্রকার খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন গম্ভীরের ছেলেরা।

Advertisement

এশিয়া কাপে মহারণ
মুখোমুখি ভারত-পাকিস্তান

মোট ম্যাচ ১৯
ভারত জয়ী ১১
পাকিস্তান জয়ী ৬
অমীমাংসিত ২

ওয়ানডে ফরম্যাটে
মোট ম্যাচ ১৫
ভারত জয়ী ৮
পাকিস্তান জয়ী ৫
অমীমাংসিত ২

টি-২০ ফরম্যাটে
মোট ম্যাচ ৪
ভারত জয়ী ৩
পাকিস্তান জয়ী ১
অমীমাংসিত ০

এসব পরিসংখ্যান যাই বলুক, ভারত-পাক ম্যাচ ভারত-পাক ম্যাচই। তাতে জয়-পরাজয় নির্দিষ্ট দিনে মাঠের পারফরম্যান্সে ঠিক হয়। দুই দেশের মুখোমুখি হওয়া মানে আবহ এমনিতে তেতে থাকে। এবারের পরিস্থিতি আরও আলাদা। স্বাভাবিকভাবেই দুই দেশের শক্তি-দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া চলছে।

একনজরে দু’দশের শক্তি-দুর্বলতা:
ভারতের শক্তি:
খাতায় কলমে ভারতই এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী দল। ব্যাটিং বিভাগে একাধিক তারকা নিজের দক্ষতায় নিমেষে ম্যাচ বদলে দিতে পারেন। অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা প্রত্যেকে ফর্মে। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার স্পিন বিভাগকে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা যে কোনও দেশের ব্যাটিং বিভাগে ধস নামাতে পারেন।

ভারতের দুর্বলতা:
মাঠের বাইরের বিতর্ক খানিকটা প্রভাব ফেলতে পারে ভারতীয় দলের উপর। কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব অতি বেশি পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ওমানের বিরুদ্ধে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। সেটা সুপার ফোরের ম্যাচের আগে চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। শুভমান গিলের রান না পাওয়াটাও চিন্তার। পেস বিভাগে ভারতীয় দল বুমরাহর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। সেটাও চাপের।

পাকিস্তানের শক্তি:
বোলিং এখনও পাকিস্তানের শক্তি। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে পেসার হিসাবে শাহিন আফ্রিদি ব্যর্থ হলেও তিনি কিন্তু এখনও বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার। তাছাড়া সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ, আবরারের মতো তিন স্পিনার দুবাইয়ের পিচে বেশ উপযোগী হতে পারেন। পাকিস্তানের আরও একটা শক্তি হল তাঁদের টপ অর্ডার। এশিয়া কাপে সাইম আয়ুব এ পর্যন্ত ব্যর্থ হলেও তিনি বেশ প্রতিভাবান। যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারেন। সেই সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ফখর জামান, সাহিবজাদা ফারহান, মহম্মদ হ্যারিসরা।

পাকিস্তানের দুর্বলতা:
পাক দলের সবচেয়ে বড় সমস্যা মাঠের বাইরের বিতর্ক। একে তো ক্রিকেটাররা ফর্মে নেই। সেই সঙ্গে অহেতুক মাঠের বাইরের বিতর্ক ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। সেই সঙ্গে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বড় হার দুমড়ে-মুচড়ে দিয়েছে পাক দলের আত্মবিশ্বাস। তাছাড়া ব্যাটিং বিভাগে এই টুর্নামেন্টে এ পর্যন্ত কেউই দাগ কাটতে পারেননি। সেটাও বড় সমস্যার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ