স্টাফ রিপোর্টার: প্রথম দু’টো ম্যাচেই সহজ জয়। গ্রুপের শেষ ম্যাচটা ভারতের কাছে এখন স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এমনিতে ওমান প্রতিপক্ষ হিসেবে সূর্যকুমার যাদবের টিমের থেকে অনেক পিছিয়ে। তবু ভারত ম্যাচটাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না। বরং সুপার ফোরের পাক-যুদ্ধের আগে ওমানের বিরুদ্ধে প্রস্তুতিটা ভালোভাবে সেরে রাখছে চাইছে ভারত।
এশিয়ার কাপে রবিবার আবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগে ভারত বনাম পাকিস্তান যুদ্ধের পর যে আবহ তৈরি হয়েছে, তাতে ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এই ম্যাচটা দু’পক্ষের কাছেই সম্মানের যুদ্ধ। তাতে নামার আগে সবাই যাতে ঠিকমতো প্রস্তুতি সারতে পারেন, সেই ভাবনা-চিন্তা চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায়। যেমন ব্যাটিং অর্ডার একটু এদিক-ওদিক হতে পারে। প্রথম দু’টো ম্যাচে মিডল এবং লোয়ার অর্ডার তেমন সুযোগ পায়নি। তাই সঞ্জু স্যামসন বা হার্দিক পাণ্ডিয়াদের ব্যাটিং অর্ডারে একটু উপরে তুলে আনা হতে পারে। সেটা হলে সূর্যের ব্যাটিং অর্ডার কিছুটা পিছোবে।
একইরকম ভাবনা-চিন্তা চলছে বোলিং নিয়েও। জশপ্রীত বুমরাহকে ওমান ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। প্রথম দু’টো ম্যাচে খেলেছেন বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। পাশাপাশি এটাও দেখা হচ্ছে, যাতে পাকিস্তান ম্যাচে পুরো তরতাজা বুমরাহকে পাওয়া যায়। সেক্ষেত্রে অশদীপ সিংকে খেলানো হবে। কোচ গৌতম গম্ভীর যদি আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চান, তাহলে কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেলের জায়গায় হর্ষিত রানাকেও খেলাতে পারেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনা একেবারে পরিষ্কার- সুপার ফোরে নামার আগে যাতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.