Advertisement
Advertisement
Asia Cup 2025

পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় বেজে উঠল চটুল ‘পার্টি সং’, ভিডিও ভাইরাল নেটপাড়ায়

ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই মহাবিভ্রাট।

Asia Cup 2025: Major Blunder As National Anthem Controversy Hits India vs Pakistan Match
Published by: Arpan Das
  • Posted:September 14, 2025 10:05 pm
  • Updated:September 14, 2025 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই মহাবিভ্রাট। আর সেটা হল পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময়। এশিয়া কাপে দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে আচমকাই বেজে উঠল একটি চটুল ‘পার্টি সং’। ওই ঘটনার ভিডিও ভাইরাল ইতিমধ্যে নেটদুনিয়ায়।

Advertisement

ঠিক কী ঘটল ম্যাচ শুরুর আগে? টসের পর মাঠে জড়ো হয়েছিলেন দুই দলের প্লেয়াররা। জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত ছিল সকলে। প্রথমে পাকিস্তানের জাতীয় সঙ্গীত হওয়ার কথা। হঠাৎ তাদের জাতীয় সঙ্গীরের বদলে বেজে ওঠে একটি ‘পার্টি সং’। আচমকা এই গান বেজে ওঠায় চমকে ওঠেন পাক প্লেয়াররা। যদিও দ্রুত ভুল শুধরে নেওয়া হয়। তারপর পাকিস্তানের ঠিক জাতীয় সঙ্গীতটি বেজে ওঠে। ঘটনার ভিডিও ভাইরাল নেটপাড়ায়। ভারতের জাতীয় সঙ্গীতের সময় অবশ্য কোনও দুর্ঘটনা ঘটেনি।

এমনিতে এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনার আবহ রয়েছে। পহেলগাঁও জঙ্গিহামলার পর ক্রিকেট মাঠে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যা নিয়ে উষ্মা রয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে। ‘বয়কটে’র দাবিও ছিল বিভিন্ন মহলে। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। যেখানে পাকিস্তানকে পুরোপুরি ‘বয়কটে’র কথা হচ্ছে, সেখানে ক্রিকেট মাঠে কেন ‘বয়কট’ নয়? তার মধ্যে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় চটুল গান বেজে ওঠায় অনেকে কটাক্ষ করার সুযোগ ছাড়ছেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement