সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙবে কিন্তু মচকাবে না! অনেকটা যেন এরকমই মন্ত্র সম্বল পাকিস্তান ক্রিকেটের। মাঠের মধ্যে পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়, আবার বাইরে আইসিসি’র শাস্তির আশঙ্কাও থাকছে। কিন্তু তাতেও তর্জন গর্জন থামছে না পাকিস্তানের। বরং তাদের বোর্ড প্রধান মহসিন নকভি যেন ঘুরিয়ে জানিয়ে রাখলেন, এখনও অনেক ‘নাটক’ বাকি।
নকভি শুধু পিসিবি’র চেয়ারম্যান নন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। ফলে তাঁর এখন কার্যত ‘শাঁখের করাত’ অবস্থা। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের সঙ্গে করমর্দন বিতর্কে একসময় খুব তেড়েফুঁড়ে প্রতিবাদ করতে চেয়েছিল পাক বোর্ড। এমনকী ম্যাচ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছিল। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। তবে পরপর দুটি ম্যাচে সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেনি পাক দল।
সেই নিয়ে নকভিকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, “আমরা তাড়াতাড়ি উত্তর দেব।” ব্যস, মাত্র চারটি শব্দ। আপাতত এটুকুই সম্বল পাক বোর্ডের। তবে সেই উত্তরটা কি পাকিস্তান খেলার মধ্যে দিতে পারবে, নাকি বাইরে শুধুই ‘আস্ফালন’ করবে, সেটা একটা প্রশ্ন। কারণ, শেষ পর্যন্ত বাইশ গজে পারফর্ম না করলে কোনও ‘উত্তর’ই সাধারণত মান্যতা পায় না।
উল্লেখ্য, ভারত যুদ্ধের আগে প্রথাগত সাংবাদিক সম্মেলন বয়কট করে পাকিস্তান! সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচের আগেও তারা সাংবাদিক সম্মেলন করেনি। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেও একই অবস্থা। উল্টে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে নামার আগে শিবিরে ড. রাহিল আহমেদ নামে এক মোটিভেশনাল স্পিকারকে হাজির করল পাকিস্তান। তাদের প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
| Dubai, UAE | On being asked why the Pakistan team is not holding a press conference, PCB Chairman Mohsin Naqvi says, “… We’ll talk soon.”
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.