Advertisement
Advertisement
Asia Cup 2025

এশিয়া কাপের ট্রফি নিয়ে পালিয়েছেন নকভি! আইসিসিতে নালিশের পথে ভারতীয় বোর্ড

বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন।

Asia Cup 2025: PCB chief Mohsin Naqvi ran away with Asia Cup trophy, says BCCI secretary
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2025 10:19 am
  • Updated:September 29, 2025 12:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না। আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন দেখিনি।” আক্ষেপের সুরে বলছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তারপরই তাঁর সংযোজন, “আমার ট্রফি ড্রেসিংরুমে রয়েছে। যে ১৫ জন আমরা খেলছি, আমাদের সাপোর্ট স্টাফ সবাই আমার ট্রফি।” নকভির কাজে বোর্ড এতটা ক্ষুব্ধ যে এবার আইসিসিতে অভিযোগ জানাতে চলেছে বিসিসিআই।

Advertisement

এর আগে যা যা ঘটে গিয়েছে, সেটা ক্রিকেট কেন, কোনও খেলার ইতিহাসেই ঘটেছে কিনা বলা মুশকিল।এদিন ফাইনাল যতটা নাটকীয় হয়েছে, খেলা শেষে নাটক হল তার অনেক বেশি। পুরস্কার বিতরণী পর্ব শুরু হল ঘণ্টাখানেক পর। কারণ গোসাঘরে খিল দেওয়ার মতো ড্রেসিংরুম বন্ধ করে বসেছিলেন সলমল আলি আগা-শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য এদিন পুরস্কার বিতরণী মঞ্চ ‘আলো’ করে দাঁড়িয়ে ছিলেন। তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন, বুঝতে অসুবিধা হয়নি ভারতের। তাই আর ট্রফিই নিতে যাননি সূর্যকুমার যাদবরা। একটা টুর্নামেন্টে দু’টো দেশের তিনবার মুখোমুখি হওয়া এবং তাতে একটা দেশেরই বারবার বিজয়ী হওয়া যতটা না বিরল, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দেশের ট্রফি নিতে যা যাওয়া তার থেকে কয়েকগুণ বেশি বিরল। আর সেই বিরল কাজটাই করল টিম ইন্ডিয়া।

ম্যাচের সেরা তিলক বর্মা, প্রতিযোগিতার সেরা অভিষেক শর্মা বা সেরা গেমচেঞ্জার কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার-টুরস্কার নিয়ে গেলেন। তবে তাঁরা যাবতীয় আলাপচারিতা সীমাবদ্ধ রাখলেন পুরস্কার নেওয়ার মধ্যেই। মঞ্চে নকভির উপস্থিতি একেবারেই অগ্রাহ্য করে চলে গেলেন তাঁরা। অভিষেকের পুরস্কার নেওয়ার পর্বেই শেষ হল অনুষ্ঠান। সঞ্চালক সাইমন ভুল বলেই দিলেন, “চ্যাম্পিয়ন টিম তাদের পুরস্কার গ্রহণ করতে আসবে না বলেই এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছে। অতএব এই অনুষ্ঠান শেষ এখানেই করছি।” অদ্ভুতভাবে নকভির বদলে আর কোনও এসিসি কর্তাকে দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবাই হল না। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করলেন সেভাবে, যেমনটা রোহিত শর্মা করেছিলেন ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতে। যদিও হাতে ট্রফি ছিল না।

ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে ততক্ষণে নকভি ফিরে গিয়েছেন নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “আমারা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।” সাইকিয়া জানিয়েছেন, “নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ