Advertisement
Advertisement
Arshdeep Singh

অর্শদীপের বিরুদ্ধে ‘অশ্লীল’ আচরণের অভিযোগ! ফাইনালের আগে আইসিসি’র দ্বারস্থ পাক বোর্ড

কোন কাণ্ড নিয়ে 'আপত্তি' পিসিবি'র?

Asia Cup 2025: PCB Files Complaint Against Arshdeep Singh For 'Obscene' Gesture Before IND vs PAK match

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 28, 2025 7:02 pm
  • Updated:September 28, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে ক্রিকেটে যেরকমই পারফরম্যান্স হোক, মাঠের বাইরে অনেক বেশি সক্রিয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে তা যদি ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে হয়। সূর্যকুমার যাদবকে নিয়ে এর আগেই তারা আইসিসি’র কাছে অভিযোগ জানিয়েছিল। এবার এশিয়া কাপ ফাইনালের ঠিক আগে পিসিবি অভিযোগ জানাল অর্শদীপ সিংকে নিয়ে।

Advertisement

মরুভূমে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে হাত মেলানো, বিতর্কিত সেলিব্রেশনে মাঠের বাইরেও তরজা চলছে। বিসিসিআই ও পিসিবি দুপক্ষের অভিযোগের ভিত্তিতেই হস্তক্ষেপ করেছে আইসিসি। সূর্যর পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছে পাক পেসার হ্যারিস রউফের। অন্যদিকে সতর্ক করা হয়েছে সাহিবজাদা ফারহানকে।

এবার পিসিবি অর্শদীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। একটি সংবাদমাধ্যমের মতে, তাদের বক্তব্য ভারতীয় তারকা পেসার নাকি ‘অশ্লীল আচরণ’ করেছে। সুপার কাপের ম্যাচের পর অর্শদীপ যা করেছেন, তা নাকি আইসিসি’র আচরণবিধির বিরোধী। যা নাকি ক্রিকেটের ‘স্পিরিট’ নষ্ট করছে।

কিন্তু অর্শদীপের ঠিক কোন আচরণে পাকিস্তানের আপত্তি? ওয়াকিবহাল মহলের মতে, হ্যারিস রউফের ‘বিমান সেলিব্রেশন’-এর পালটা দিয়েছিলেন অর্শদীপ। ভারতীয় পেসারও হাত দিয়ে বিমান ওড়ানোর ভঙ্গি করেন। তারপর হাত ঘুরিয়ে সেটাকে পশ্চাৎদেশে ইঙ্গিত করেন। যা দেখে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। সেই ভিডিও ভাইরাল হয়ও। তাতেই নাকি আপত্তি পিসিবি’র। 

উল্লেখ্য, সুপার কাপের ম্যাচ চলাকালীন রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ