Advertisement
Advertisement
Asia Cup 2025

সূর্যদের ‘মনখারাপ’ নিয়ে দুশ্চিন্তা শোয়েব মালিকের! ভারতের নির্বাসন চান আরেক পাক প্রাক্তনী

আঙুর ফল টক!

Asia Cup 2025: Rashid latif and Shoaib Malik Criticize India Cricket Team for not taking trophy

দুই দেশ, দুই ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 29, 2025 8:57 pm
  • Updated:September 29, 2025 8:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঙুর ফল টক! বাংলার বহু প্রচলিত প্রবাদ সত্যি প্রমাণ করতে যেন উঠেপড়ে লেগেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। রশিদ লতিফ থেকে শোয়েব মালিক, কে নেই সেই তালিকায়। ভারত এশিয়া কাপ জেতার পর নতুন করে তর্জন গর্জন শুরু করেছেন পাক প্রাক্তনীরা।

Advertisement

ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য এদিন পুরস্কার বিতরণী মঞ্চ ‘আলো’ করে দাঁড়িয়ে ছিলেন। ট্রফি নেয়নি ভারত। সূর্যরা ট্রফি ছাড়াই সেলিব্রেট করেন। ট্রফি থাকুক বা না থাকুক, চ্যাম্পিয়ন তকমা তো আর ‘চুরি’ করতে পারবেন না নকভি।

কিন্তু গর্জন থামায় কে? পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনও খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।’ উল্লেখ্য, আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ফলে ঘুরিয়ে তাঁকেও খোঁচা দিলেন রশিদ।

অন্যদিকে রয়েছেন শোয়েব মালিক। তাঁর বক্তব্য, “ভারতীয় প্লেয়ারদের উপর খুব চাপ ছিল। ট্রফি জিততেই হত। আর তারপর কি না ট্রফিটাই হাতে পেল না। আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। যে কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ