Advertisement
Advertisement
Asia Cup 2025

করমর্দন বিতর্কে নয়া সিদ্ধান্ত, আমিরশাহী ম্যাচে ‘সান্ত্বনা পুরস্কার’ পাচ্ছে পাকিস্তান!

ভারত-পাক ম্যাচের রেফারি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরাতে বলেছিল পাকিস্তান।

Asia Cup 2025: Report says Andy Pycroft will not be officiating matches Pakistan vs UAE match
Published by: Arpan Das
  • Posted:September 17, 2025 10:02 am
  • Updated:September 17, 2025 10:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বহু প্রচলিত প্রবাদ নাকের বদলে নরুন। পাকিস্তান ক্রিকেট দলের ক্ষেত্রে বোধহয় আপাতত এটাই প্রযোজ্য। বহু তর্জন গর্জন করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরাতে চেয়েছিল পিসিবি। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে আগেই। তবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আপাতত ‘সান্ত্বনা পুরস্কার’ পেতে চলেছে পাকিস্তান।

Advertisement

কী সেটা? সম্ভবত আমিরশাহীর বিরুদ্ধে পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন না। আইসিসি’র কাছে বড়সড় ধাক্কা খাওয়ার পর পিসিবি একটি সম্মানজনক সমাধান পথ খোঁজার চেষ্টা করছিল। তারা প্রথমে চেয়েছিল পাইক্রফটকে পুরো এশিয়া কাপ থেকে সরানো হোক। সেটা আইসিসি আগেই খারিজ করে দিয়েছে। পরে পিসিবি প্রস্তাব দেয়, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে রিচি রিচার্ডসনকে দায়িত্ব দেওয়ার। সম্ভবত সেটাই হতে চলেছে।

এশিয়া কাপের টেবিলের দিকে তাকালে একেবারেই স্বস্তি পাবেন না পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। ২ ম্যাচ খেলে শাহিন শাহ আফ্রিদিদের পয়েন্ট ২। একই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরশাহীর। তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে তারা। যাই হোক না কেন, বিতর্কের আবহে এই ম্যাচ ‘ডু অর ডাই’ পাকিস্তানের জন্য। ‘বয়কটে’র রাস্তা থেকে আগেই সরে এসেছিল তারা। যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি কোনও পাক প্লেয়ার। সম্ভবত এটাই তাঁদের ‘প্রতীকী প্রতিবাদ’। যদিও বলা হচ্ছে, অনুশীলনের জন্য পাকিস্তানের কোনও সাংবাদিক সম্মেলনে আসতে পারেননি।

ভারতের সঙ্গে করমর্দন বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। পাক বোর্ডের বক্তব্য ছিল, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন।’ এমনকী আইসিসি’র কাছে অভিযোগও জানায়। প্রথমে এশিয়া কাপ ‘বয়কটের’ হুমকি দিলেও পরে সেই রাস্তা থেকে সরে আসে পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ