সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচের এখনও দিন তিনেক বাকি। কিন্তু ইতিমধ্যেই সম্ভবত প্রথম একাদশ ঠিক হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে কি সুযোগ পাবেন সঞ্জু স্যামসন? নেটে অনুশীলন দেখে সেটা মনে হচ্ছে না। সেক্ষেত্রে জিতেশ শর্মাকে উইকেটের পিছনে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই আশঙ্কা তৈরি হয়। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে সঞ্জু স্যামসনকে। সেই জায়গা কি হাতছাড়া হয়েছে শুভমান গিল দলে ঢুকে পড়ায়? ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে সংশয় আগেই তৈরি হয়েছে। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকরের বক্তব্যে তাঁর ইঙ্গিত মিলেছিল। এবার বোধহয়, প্রথম একাদশ থেকেও ছিটকে গেলেন তিনি।
ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে নেমে পড়েছেন গিল-বুমরাহরা। সেখানে দেখা যায়, দীর্ঘক্ষণ থ্রো ডাউন প্র্যাকটিস করছেন জিতেশ। এমনকী নেটে জিতেশ ব্যাটিং করার সময় কড়া নজর রেখেছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। যেখানে সঞ্জু তুলনায় কম থ্রো ডাউন অনুশীলন করেন। ফলে অনেকেরই ধারণা, অভিষেক শর্মার সঙ্গে হয়তো ওপেন করবেন শুভমান গিল। আর জিতেশ আসবেন লোয়ার অর্ডারে। অর্থাৎ, সঞ্জু বাদ দিয়েই ঠিক হয়ে গেল ভারতের একাদশ।
শেষ ১০টি ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পাননি ভারতীয় দলের উইকেটকিপার। এশিয়া কাপের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আগরকর তো বলেছিলেন, “যখন গিল ছিল না, তখন স্যামসন খেলেছে।” তাহলে গিল ফিরে আসতেই কি বাদ সঞ্জু? সম্প্রতি কেরালা ক্রিকেট লিগে ৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন সঞ্জু। সুনীল গাভাসকরও মনে করেন সঞ্জুকে ভারতীয় দলে খেলানো উচিত। কিন্তু নেটে অনুশীলনের ছবিতে সেটা অন্তত মনে হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.