সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের কাছে হেরে এশিয়া কাপে চাপে পাকিস্তান। সুপার ফোরে তাদের লড়াই কঠিন হয়ে গেল। এমনকী সলমন আলি আঘারা ফাইনালে উঠতে পারবেন কি না, সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। যেখানে পাক-বধ করে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ভারত। সেই লড়াইয়ে ফিরতে হলে কী করতে হবে পাকিস্তানকে?
সুপার ফোরের অন্য ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ দুটি দলই ২ পয়েন্ট নিয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। সূর্যকুমারদের নেট রান রেটও (০.৬৮৯) যথেষ্ট ভালো। বাংলাদেশের নেট রান রেট ০.১২১। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
পাকিস্তানের কাছে অঙ্কটা সহজ অথচ কঠিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। তারপর বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামবেন শাহিন শাহ আফ্রিদি। দুটি ম্যাচ জিতলে আগামী রবিবারের ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান।
মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যে দল হারবে, তারা ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে। তাই সলমনদের এই ম্যাচ জিতে আশাভরসা বাঁচিয়ে রাখতে হবে। বুধবার ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। লিটন দাসদের পক্ষে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা খুবই কঠিন একটা কাজ। ভারত জিতলে ফাইনালে চলে যাবে। আর সেটা হলে বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ‘ডু অর ডাই’ হয়ে উঠবে। যাকে কার্যত সেমিফাইনালই বলা যেতে পারে। পাকিস্তান কি পাহাড়প্রমাণ চাপ সামলে ফাইনালে উঠতে পারবে? উত্তরটা সময়ই দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.