ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের তিনটিতেই হার যেন নাড়িয়ে দিয়েছে পাক ক্রিকেটকে। এই ব্যর্থতার পর প্রথম দল নির্বাচনেই সেই আলোড়নের ছায়া দেখা গেল। ছাঁটাই করে দেওয়া হল প্রতিভাবান অলরাউন্ডার সাইম আয়ুবকে। সাফল্যের আশায় দুই বুড়ো ঘোড়া বাবর এবং রিজওয়ানকেও ফেরাচ্ছে পাক দল।
এশিয়া কাপে ব্যর্থতার পর লাল বলের ক্রিকেটে সাফল্যের রাস্তায় ফিরতে মরিয়া পাকিস্তান। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজ। মঙ্গলবার সেই সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে পিসিবির তরফে। ১৮ জনের দলে রয়েছে তিন নতুন মুখ। প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আসলে টি-২০ ক্রিকেটে বাতিলের খাতায় চলে গেলেও বাবররা লাল বলের ক্রিকেটে এখনও নিয়মিত।
তবে খানিক চমকপ্রদভাবে বাদ পড়েছেন সাইম আয়ুব। যাঁকে কিনা পাক ক্রিকেটের ভবিষ্যৎ হিসাবে দেখা হচ্ছিল। এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সাইম। এশিয়া কাপের সাতটি ম্যাচ মিলিয়ে করেছেন ৩৭ রান। চারটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। সাইম বাদ পড়া ছাড়াও দলে একাধিক বদল এসেছে। তিনজন নতুন তারকাকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি, স্পিনার ফয়জল আক্রম এবং উইকেটরক্ষক-ব্যাটার রোহেল নাজির। অধিনায়কত্ব করবেন শান মাসুদই।
১৮ সদস্যের পাক দল: শান মাসুদ (অধিনায়ক), আমির আজমল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়জল আক্রম, হাসান আলি, ইমাম-উল হক, খুররাম শাহজাদ, কামরান গুলাম, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), রোহেল নাজির (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সলমন আলি আঘা, সাউদ সাকিল এবং শাহিন আফ্রিদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.