ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই বয়কটের ডাক উঠুক। যতই দেশের ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ নিরুৎসাহী হোক, তবু ভারত-পাক ম্যাচ ভারত-পাক ম্যাচই। তাতে জয়-পরাজয় অবশ্যই বড় ব্যাপার। দুই দেশের মুখোমুখি হওয়া মানে আবহ এমনিতে তেতে থাকে। এবারের পরিস্থিতি আরও আলাদা। পহেলগাঁও সন্ত্রাস আর সীমান্ত উত্তেজনার পর এই প্রথম দুই দেশ মুখোমুখি হবে ক্রিকেট মাঠে। স্বাভাবিকভাবেই হার কোনও পক্ষই সহজভাবে মেনে নেবে না। এ হেন মেগা ম্যাচে স্নায়ুর লড়াই যেমন গুরুত্বপূর্ণ হয়, তেমনই গুরুত্বপূর্ণ হয় বাইরের কিছু ফ্যাক্টরও। যেমন পিচ, আবহাওয়া, টস।
ত ফেব্রুয়ারিতে দুবাইয়ে যখন শেষবার ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হয়েছিল, তখন মরুশহরে আবহাওয়া বেশ ঠান্ডা। তাপমাত্রা ওই আঠারো-কুড়ি ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করত। এখন দুবাইয়ে বেশ গরম। আবহাওয়া দপ্তর বলছে, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে তখন তাপমাত্রা মোটামুটি ৩৩-৩৫-এর মধ্যে ঘোরাফেরা করতে চলেছে। কখনও কখনও সেটা ৪০ ছুঁতে পারে। সঙ্গে আর্দ্রতা। মোট কথা আবহাওয়া অসহনীয় হতে চলেছে। মাঝে জোরে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।
এ তো গেল আবহাওয়া। দুবাইয়ের পিচও ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। যেহেতু হাওয়া বইবে, তাই নতুন বলে পেসাররা ভালো সুইং পেতে পারেন। আবার পিচ ও বল একটু পুরনো হলে স্পিন করার সম্ভাবনা থাকে। এই দুবাইয়ে প্রথমে ব্যাট করে গড় স্কোর ১৩৯ রান। আর দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ১২১। এই মাঠে ১১২ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করে জয় এসেছে ৫২টি। পরে ব্যাট করে দলগুলি জিতেছে ৫৯টি। তাছাড়া ইদানিং যা ট্রেন্ড তাতে বেশিরভাগ দলই টসে জিতে পরে ব্যাট করার কথা ভাবে।
লক্ষ টাকার প্রশ্ন হল, ভারতের প্রথম একাদশে কি বদল হবে? এখনও পর্যন্ত যা খবর তাতে তেমন কোনও খবর নেই। আমিরশাহীর বিরুদ্ধে যে একাদশ নেমেছিল, সেটাই রবিবার নামবে। অর্থাৎ ৩ স্পিনার এবং একজন ফ্রন্টলাইন পেসার নিয়ে নামবে টিম ইন্ডিয়া। সঙ্গে হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবেরা রয়েছেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.