সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ চলাকালীনই পিতৃবিয়োগ হয়েছে দুনিথ ওয়েলালাগের। তারপরও তিনি ফিরে এসে ম্যাচ খেলেন। এশিয়া কাপে সাফল্য পায়নি শ্রীলঙ্কা। ভারতের কাছে হার দিয়ে অভিযান শেষ হয়েছে তাঁদের। ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এসে সান্ত্বনা জানান ওয়েলালাগে।
শেষ ম্যাচে খেলেননি শ্রীলঙ্কার স্পিনার। ম্যাচের পর সূর্যকুমার ওয়েলালাগের সঙ্গে কথা বলেন। ২২ বছর বয়সি তারকার কাঁধে হাত রেখে প্রায় মিনিট দুয়েক কথা বলেন। বুকে হাত চাপড়ে দিয়ে সান্ত্বনা জানান। ওয়েলালাগেও খুব মন দিয়ে তাঁর কথা শোনেন। বেশ কয়েকবার মাথা নেড়ে সম্মতিও প্রকাশ করেন। সূর্যর আচরণ ক্রিকেটভক্তদের মন জিতে নিয়েছে।
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ হওয়ার পরেই দুঃসংবাদ পান ওয়েলালাগে। ম্যাচের শেষে দুনিথ মাঠ থেকে বেরনোর পর তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় লঙ্কান কোচ সনৎ জয়সূর্য এবং টিম ম্যানেজারকে। তখনই দুনিথ জানতে পারেন, খেলা চলাকালীনই হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর বাবার। তাই ম্যাচ জিতেও কোনও উৎসব করেনি শ্রীলঙ্কা টিম। ড্রেসিংরুমের পরিবেশও থমথমে ছিল। বৃহস্পতিবার রাতেই বাবার শেষকৃত্যে যোগ দিতে শ্রীলঙ্কায় ফিরে যান দুনিথ।
তারপর ভাইরাল হয় দুনিথের একটি ভিডিও। যেখানে দেখা যায়, ভোরবেলা সাদা পোশাকে বাড়ি ছাড়ছেন ২২ বছর বয়সি স্পিনার। আশপাশে তাঁর আত্মীয়স্বজনরা রয়েছেন। অনেকেরই চোখে জল। সবাই ওয়েলালাগেকে ভালোবাসা ও শুভেচ্ছা-সহ বিদায় জানাচ্ছেন। ওয়েলালাগেও গুরুজনদের প্রমাণ করেন। চরম শোকের আবহ থেকে এক ‘যোদ্ধা’র দেশের জন্য লড়াই দেখে মুগ্ধ হন ক্রিকেটভক্তরা।
This moment
— Sony Sports Network (@SonySportsNetwk)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.