সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একটাই তো হৃদয়, কতবার জিতবেন?’ নেটদুনিয়া প্রশংসায় পঞ্চমুখ সূর্যকুমার যাদবকে নিয়ে। না, এটা তাঁর ব্যাটিংয়ের জন্য নয়। ওমানের বিরুদ্ধে তো সূর্য ব্যাট করতেই নামেননি। বরং এগিয়ে দিয়েছিলেন সতীর্থদের। আবার ম্যাচের পর ওমান ক্রিকেটারদের ‘পেপ টক’ও দেন ভারত অধিনায়ক। সব মিলিয়ে ‘সূর্য দাদা’র কাজে মুগ্ধ ভক্তরা।
এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেখানে ব্যাটিং গভীরতা পরীক্ষা করেন সূর্য। সাধারণত তিন নম্বরে নামেন তিনি। কিন্তু আবু ধাবিতে হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা নেমে গেলেও সূর্য নামেননি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে মোকাবিলার জন্য ‘আত্মত্যাগ’ করে বাকিদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন।
আবার ম্যাচের পর ওমান ক্রিকেটারদের ‘পেপ টক’ দেন সূর্য। যা নিয়ে পরে ওমান অধিনায়ক জতিন্দর সিং বলেন, “আমি সূর্যকুমারের কাছে কৃতজ্ঞ। ও নিজে এসে আমাদের দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেছে, পরামর্শ দিয়েছে। সূর্য বলছিল, কীভাবে টি-টোয়েন্টি খেলাটাকে বুঝতে হয়, কীভাবে খেলতে হয়। আমার দলের ছেলেরাও প্রশ্ন করছিল। যেন একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল। ওর কথা শুনে টি-টোয়েন্টি সম্পর্কে ধারণা আরও স্বচ্ছ হয়েছে। সূর্যও আমাদের খুব প্রশংসা করেছে।”
বিসিসিআইকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “যদি আমরা ভারতে আসার সুযোগ পাই, ওদের ঘরকে নিজেদের ঘরের মতো অনুভব করতে পারি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারি, সেটা আমাদের সাহায্য করবে। আমরা আমাদের স্কিল, মানসিকতা, ফিটনেস নিয়ে খাটতে পারব। আমরা রনজি দল ও ক্লাবগুলোর সঙ্গে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই। আশা করছি, ওরা আমাদের সাহায্য করবেন। তাতে আমাদের মধ্যে ফারাকটা কমবে।” একটা সময় আফগানিস্তানও ভারতে অনুশীলন করেছে। এদেশেই তাদের ‘ঘরের মাঠ’ ছিল।
Heart winning gesture From Suryakumar Yadav Sanju Samson
— Shivam Pal (@ShivamPal116715)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.