Advertisement
Advertisement
Asia Cup 2025

পহেলগাঁও ভুলে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে ‘উত্তেজিত’ সূর্য, ইঙ্গিত দিলেন প্রথম একাদশ নিয়েও

ভারত অধিনায়কের মন্তব্য বিতর্কের জন্ম দিতে পারে।

Asia Cup 2025: Suryakumar Yadav said the team was "excited" ahead of their Asia Cup clash against Pakistan
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2025 10:00 am
  • Updated:September 11, 2025 10:00 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান নিয়ে যতই বিতর্ক হোক, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সেসব নিয়ে ভাবছেন না। মাত্র কয়েক মাস আগে পহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের কথাও তিনি মনে রাখেননি। পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক নিয়ে তাঁর ভ্রূক্ষেপ নেই। বরং তিনি ‘উত্তেজিত’ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে।

Advertisement

বুধবার রাতে প্রত্যাশিতভাবেই সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করেছে ভারতীয় দল। রবিবারই সূর্যকুমার যাদবরা নামবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। যে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই হাজারো বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ম্যাচের পর সূর্যকে পাক ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলে দিলেন, “আমরা সকলেই ওই ম্যাচটা নিয়ে খুব উত্তেজিত। দলের সবাই পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে। একটা ভালো ম্যাচ খেলতে চাই।”

পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। এর মধ্যে সূর্যের ওই বক্তব্য বিতর্কের জন্ম দেবে, সেটা বোলার অপেক্ষা রাখে না।

ভারত অধিনায়ক অবশ্য আবেগ দিয়ে ভাবছেন না। তিনি এই ম্যাচটি জেতার দিকেই আপাতত মনোনিবেশ করতে চাইছেন। পহেলগাঁওয়ের পর পাকিস্তান ‘জঙ্গ’ যে জিততেই হবে, সেটা ভালোই জানেন সূর্য। সম্ভবত সেকারণেই তিনি উত্তেজিত। পাক ম্যাচের প্রথম একাদশ নিয়েও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। সূর্যর ইঙ্গিত পাকিস্তানের বিরুদ্ধেও অপরিবর্তিত দল নিয়ে নামবে ভারত। তিন স্পিনারের সঙ্গে পেসার হিসাবে খেলতে পারেন বুমরাহ। দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবের উপরই ভরসা রাখবে ম্যানেজমেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ