সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবম দুবে এলেন ৩ নম্বরে ব্যাট করতে। টপ অর্ডারের ব্যাটার তিলক বর্মা এলেন পাঁচ নম্বরে। ৬ উইকেট পড়ে গেলেও ব্যাট করতে এলেন না সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। ভারত কেন এত পরীক্ষানিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না? এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও প্রশ্ন তুলছেন। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নির্বিকার। তিনি বলছেন, যে পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে সেগুলো চলবেই।
বাংলাদেশের বিরুদ্ধে ১৭০ রানও তুলতে পারেনি ভারত। দুই ওপেনার এবং হার্দিক পাণ্ডিয়া ছাড়া কেউ রান পাননি। অধিনায়ক সূর্য বলছিলেন, “এই মাঠের আউটফিল্ড বেশ মন্থর। আউটফিল্ড দ্রুতগতির হলে ১৮০-১৮৫ রান হয়ে যেত।” তবে বোলিং বিভাগকে কৃতিত্ব দিয়ে ভারত অধিনায়ক বলছেন, ভারতের বোলাররা ১২-১৪ ওভার ভালো বোলিং করলে যে কোনও রান করেই জেতা যায়।
ব্যাটিং নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, “এশিয়া কাপে সেভাবে ব্যাটিং করার সুযোগ আমরা পাইনি। তাই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। এখানে শিশিরের সমস্যা নেই, তাই পরে বল করতে সমস্যা হচ্ছে না। ভেবেছিলাম এদিন ২০ ওভার ব্যাট করার সুযোগ পাচ্ছি, সেটাকে কাজে লাগাতে হবে।” শিবম দুবে কেন তিন নম্বরে? সূর্যর কথায়, “ওটা পরিকল্পনার অংশ। বাংলাদেশের ভালো বাঁহাতি এবং লেগ স্পিনার আছে। শিবম স্পিন ভালো খেলে। সেকারণেই ওকে উপরে আনা। বাংলাদেশের বিরুদ্ধে ও রান পেল না ঠিকই, আমরা পরে আবার চেষ্টা করব।”
ভারত অধিনায়কের স্পষ্ট ইঙ্গিত, আগামী দিনেও এভাবেই পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাবে ভারতীয় দল। এশিয়া কাপের শেষ নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচেও পরীক্ষানিরীক্ষাই করবে ভারতীয় দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.