সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচ বহু শিক্ষা দিয়ে গেল ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অপ্রয়োজনীয় ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের বোলিং এবং ফিল্ডিংয়ের দুর্বলতা। তেমনই ক্রিকেট সমর্থকদের অনেককে দেখিয়ে দিল ক্রিকেটের তুলনামূলকভাবে অজানা নিয়ম। সুপার ওভারে দসুন শনাকা যেন দু’বার আউট হয়েও আউট হলেন না। নেপথ্যে রয়েছে আইসিসির সহজ একটি নিয়ম।
ঠিক কী হয়েছিল সুপার ওভারে? মহানাটকীয় সুপার ওভারে চতুর্থ বলে অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার করেন অর্শদীপ সিং। শ্রীলঙ্কার ব্যাটার শনাকা বল মিস করেন। বল যায় উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে। কট বিহাইন্ডের আবেদন করেন অর্শদীপ। আম্পায়ার আউট দেন। ততক্ষণে আবার শনাকারা রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছেন। সঞ্জু সেই সুযোগে বল স্টাম্পে ছুড়ে উইকেট ভেঙে দেন। হিসাব মতো ক্যাচ আউট না হলেও রান আউট হওয়ার কথা ছিল শনাকার।
কিন্তু তারপর শুরু নাটক। টিভি আম্পায়ার জানিয়ে দেন, শনাকা আউট নন। তিনি ক্যাচ আউট হননি। কারণ রিপ্লেতে দেখা যায় বল তাঁর ব্যাটে লাগেনি। ফলে অন ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার। মজা হল, এরপর রান আউটও দেওয়া হয়নি শ্রীলঙ্কা তারকাকে। সেটা নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় ফিল্ডাররা। আসলে ক্রিকেটের নিয়ম অনুযায়ীই আউট হওয়ার কথা নয় শনাকার। আইন অনুযায়ী, আম্পায়ার কোনও ব্যাটারকে আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ডেড বল হয়ে যায়। আর ডেড বলে আর কোনও রান বা আউট কোনওটাই হয় না। শনাকাকে যেহেতু শুরুতেই আম্পায়ার কট বিহাইন্ড দিয়ে দেন, তাই বলটি ডেড হয়ে গিয়েছিল। ফলে আর রান আউট হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.