Advertisement
Advertisement
Asia Cup 2025

‘যে কোনও দলকে হারিয়ে দেব’, এশিয়া কাপে ওমানকে হারিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

ভারত-পাক ম্যাচ নিয়ে কী বলছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ?

Asia Cup 2025:Pakistan captain Salman Agha warned India saying they could beat any team
Published by: Arpan Das
  • Posted:September 13, 2025 9:58 am
  • Updated:September 13, 2025 9:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই ভারত-পাক মহারণ। ধারেভারে অনেকটাই এগিয়ে সূর্যকুমাররা। বিশেষজ্ঞরাও ভারতকেই এগিয়ে রাখছেন। কিন্তু পাকিস্তান মনে করছে, তারাও লড়াই দিতে তৈরি। ওমানকে হারানোর পর পাক অধিনায়ক সলমন আলি আঘার হুঙ্কার, “আমরা যে কোনও দলকে হারাতে পারি।”

Advertisement

এশিয়া কাপে পাকিস্তানকে ১৬১ রানের বেশি এগোতে দেয়নি ওমানের আঁটসাঁট বোলিং। কিন্তু ব্যাটিং করতে নেমেই যেন থরহরি কম্পমান তারা। সেই কারণে ওমানকে হারাতে বিশেষ কসরত করতে হয়নি পাকিস্তানকে। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় ওমান। ৯৩ রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সলমন আঘার দল।

তারপরই পাক অধিনায়কের হুঙ্কার, “আমার মনে হয়, গত ২-৩ মাসের মধ্যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি এর আগেও সেটা বহুবার বলেছি। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছি। এখানেও প্রথম ম্যাচ সহজে জিতলাম। তাই আমাদের শুধু ভালো ক্রিকেট খেলে যেতে হবে। আর যদি আমরা ধারাবাহিকভাবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি, তাহলে যে কোনও দলকে হারাতে পারি।” সামনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ। ফলে ‘যে কোনও’ দল মানে যে ভারতকেই বোঝাচ্ছেন, সেটাই অনেকে মনে করছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে মোকাবিলাটা নিশ্চয়ই অতটা সহজ হবে না। ভারত অতটা মাথাও ঘামাচ্ছে না। টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পাক-যুদ্ধ প্রসঙ্গে শুধু বলে যান, “বোর্ড তো বলেই দিয়েছে যে, সরকারের নির্দেশ মতো চলছে। সেটা শোনার পর থেকে আমরা শুধুমাত্র খেলাতে মন দিয়েছি। এটুকু বলতে পারি, ভারত-পাকিস্তান ম্যাচ ইন্টারেস্টিং হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ