Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

ক্ষমা চাননি পাইক্রফট, পাকিস্তান আরও প্রমাণ না দিলে তদন্ত নয়! এশিয়া কাপ করমর্দন বিতর্কে বার্তা আইসিসির

ম্যাচ রেফারির বিরুদ্ধে তদন্ত হবে কি না, সেটা নির্ভর করবে নতুন কী তথ্যপ্রমাণ পাক বোর্ড দিতে পারে, তার উপর।

Asia Cup: Andy Pycroft apologises to Pakistan captain Salman Ali Agha for 'miscommunication', ICC says Not Guilty
Published by: Subhajit Mandal
  • Posted:September 18, 2025 11:06 am
  • Updated:September 18, 2025 12:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ মহানাটকে ফের ধাক্কা পাকিস্তানের। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটের কোনও দোষ এখনও খুঁজে পাচ্ছে না আইসিসি। এমনকী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাইক্রফট পাকিস্তানের কাছে ক্ষমাও চাননি।  এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার বক্তব্য, জিম্বাবোয়ের ম্যাচ রেফারির বিরুদ্ধে তদন্ত হবে কি না, সেটা নির্ভর করবে পাইক্রফটকে নিয়ে নতুন কী তথ্যপ্রমাণ পাক বোর্ড দিতে পারে, তার উপর।

Advertisement

বিতর্কের শুরুয়াত রবিবার মহারণ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোয়। যার পালটা বিতরণী মঞ্চ বয়কট করেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। নাটকের দ্বিতীয় পর্ব শুরু হয় এরপর। ভারত অধিনায়ক এরপর সাংবাদিক সম্মেলনে বলে যান, পাকিস্তানের সঙ্গে তাঁরা স্রেফ খেলতে নেমেছিলেন। অপমানে দিশেহারা পাকিস্তান ভারতের নামে অখেলোয়াড়চিত আচরণের অভিযোগ তুলে এশীয় ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ করে। একই সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ রেফারি আন্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে ই-মেল করে আইসিসিকে। বলা হয়, টসের সময় নাকি পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে বলেন, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন না করতে। সে রকমই ‘নির্দেশিকা’ রয়েছে। মঙ্গলবার পাক বোর্ড বেসরকারি ভাবে জানিয়ে দেয় যে, পাইক্রফটকে না সরালে তারা আর টুর্নামেন্টে খেলবে না। নাম তুলে নেবে। কারণ জিম্বাবোয়ের ম্যাচ রেফারি ক্রিকেটের আইন ভেঙেছেন।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সরাসরি পাক দাবি খারিজ করে দেয়। কারণ আইসিসি নিজেদের মতো তদন্ত করে পাইক্রফটের কোনও অপরাধ খুঁজে পায়নি। বরং ক্রিকেটের নিয়ামক সংস্থ নিযুক্ত কমিটি খতিয়ে দেখেছে যে, সম্ভাব্য গণ্ডগোল এড়াতেই সেদিন ভারত-পাকিস্তানের দুই অধিনায়ককে আলাদা করে হাত মেলাতে নিষেধ করেছিলেন পাইক্রফট। এবং সেটা করে ক্রিকেটের কোনও আইনই ভাঙেননি তিনি। তা ছাড়া পাক বোর্ডের চাপে নতিস্বীকার করতে একেবারেই রাজি ছিল না আইসিসি। কারণ, তাতে ভবিষতের জন্য ভয়ংকর উদাহরণ তৈরি হত। নিরুপায় পাকিস্তান বুধবার ফের ই-মেল করে আইসিসিকে। ফের দাবি পেশ করে, পাইক্রফটকে সরাতে। আবারও তাদের দাবি খারিজ করে দেওয়া হয়। এদিকে এসবের মধ্যে বিস্তর নাটকের মধ্যে প্রথমে আমিরশাহী ম্যাচ বয়কটের কথা বলেও পরে মাঠে নামে পাক দল। এক ঘণ্টা পর খেলা শুরু হয়।

কিন্তু ঠিক কোন কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেল পাক বোর্ড? কোন কারণে তারা ম্যাচ বয়কট থেকে ঘুরে গিয়ে ম্যাচ খেলতে রাজি হয়ে গেল। পাক বোর্ড সরকারি ভাবে বলছে, কৃতকার্যের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি পেশ করে পিসিবি জানিয়েছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন। তিনিই গত ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান, দুই দেশের অধিনায়ককে বলেছিলেন করমর্দন না করতে। ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। আইসিসিও বলেছে, ভারত-পাকিস্তান ম্যাচে শৃঙ্খলাভঙ্গ হয়েছে কি না, তদন্ত করে দেখবে।’ কিন্তু এখানেই শেষ নয়।

পাকিস্তানের এই দাবিও খণ্ডন করছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্র বলছে, পাইক্রফট শুধুমাত্র ভুল বোঝাবুঝির মিটিয়ে নিয়েছেন। নিয়ম ভাঙার জন্য ক্ষমা চাননি। তাছাড়া আইসিসির প্রাথমিক তদন্ত তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। নতুন করে তদন্ত হবে কি না, সেটা নির্ভর করবে পাইক্রফট নিয়ে নতুন কী তথ্যপ্রমাণ পাক বোর্ড দিতে পারে, তার উপর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ