ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাক মহারণের ফলাফল আপাতত ২-০। প্রথম দু’ম্যাচের দুটোই ভারত জিতেছে এবং একপেশেভাবে জিতেছে। কিন্তু সেসবই বৃথা যাবে যদি না আজ চলতি টুর্নামেন্টের তৃতীয় এবং এশিয়া কাপের ইতিহাসের প্রথম ভারত-পাক ফাইনালে টিম ইন্ডিয়া না জিততে পারে।
মাঠের ভিতরে ভারতের ফর্ম যা-ই হোক ফাইনালের আগে মাঠের বাইরের বিতর্ক তাড়া করছে সূর্যকুমার যাদবদের। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করা কঠিন। কিন্তু লড়াই চিরপ্রতিন্দ্বন্দ্বীদের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই রবিবার টিম ইন্ডিয়ার পারফরম্যান্স রীতিমতো আতস কাঁচের নিচে থাকবে। প্রশ্ন হল, এই লড়াইয়ে ভারত কেমন দল নামাবে? আগের দুম্যাচ যে দলে সাফল্য এসেছে সেই দল নাকি শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল খেলল সেই দল? এমনিতে দুবাইয়ে গরম আর অস্বস্তি কাটছে না। আর গরমে শুকনো পিচে স্পিনাররা একটু আধটু সুবিধা পান। তাছাড়া উইনিং কম্বিনেশন কেউ বদলাতে চায় না। পাকিস্তানের বিরুদ্ধে তাই শেষ দু’ম্যাচে সাফল্য পাওয়া দলই খেলতে পারে আজ।
ওপেনিংয়ে দুর্দান্ত ফর্মে অভিষেক শর্মা। টুর্নামেন্টের টপ স্কোরারও তিনিই। তাঁর সঙ্গী শুভমান গিল অত ভালো ফর্মে না থাকলেও টুকটাক রান পেয়েছেন। রবিবার দুজনেই খেলবেন। ভালো ফর্মে না থাকলেও অধিনায়ক সূর্যকুমারের জায়গা নিয়ে সংশয় নেই। যেমন সংশয় নেই তিলক বর্মা, অক্ষর প্যাটেলদের জায়গা নিয়েও। আগের ম্যাচে বিশ্রামে ছিলেন শিবম দুবে এবং জশপ্রীত বুমরাহ। রবিবার তাঁরাও দলে ফিরবেন। সেক্ষেত্রে ফের বেঞ্চে চলে যাবেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। দুজনেই শ্রীলঙ্কা ম্যাচ খেলেছিলেন। দুই স্পিনার কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর খেলা নিশ্চিত। চলতি টুর্নামেন্টে ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসা সঞ্জু স্যামসন ভালো খেলতে না পারলেও তাঁকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে।
ভারতের জন্য চিন্তার জায়গা হল হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র এক ওভার বল করেন তিনি। ম্যাচ শেষে বোলিং কোচ মর্নি মর্কেলও হার্দিকের চোট নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। যদিও শেষ পর্যন্ত যা খবর তাতে হার্দিক খেলবেন। নিতান্তই তিনি না পারলে খেলানো হবে অর্শদীপ সিংকে।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.