সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল যেন ভারতীয়দের পালটা দেওয়ার মঞ্চ। প্রথম ইনিংসে হ্যারিস রউফকে আউট করার পর তাঁর বিমান নামানোর সেলিব্রেশনের পালটা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। এবার পাক স্পিনার আবরার আহমেদকে তাঁরই সেলিব্রেশনে নকল করে বাড়ি ফেরার রাস্তা দেখালেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
কোনও ব্যাটারকে আউট করলে দাঁড়িয়ে পড়ে ঘাড় নাড়িয়ে বিশেষ ধরনের সেলিব্রেশন করেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। অনেকেই সেটাকে অভব্য হিসাবে দেখেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শুভমান গিলকে আউট করে এভাবে সেলিব্রেশন করেছিলেন আবরার। যদিও ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড বিশেষ সুবিধার নয়। চলতি এশিয়া কাপের তিন ম্যাচেও ভারতের বিরুদ্ধে খুব সুবিধা করতে পারেননি পাক স্পিনার। রবিবার ফাইনালে কৃপণ বোলিং করলেও উইকেট পেয়েছেন মাত্র একটা। সেটা শেষ ওভারে। আউট করে তিনি আবারও ওই বিশেষ সেলিব্রেশন করেন।
পাক তারকার ওই সেলিব্রেশন যে ভারতীয় তারকাদের পছন্দ হয়নি, সেটা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের শেষে দেখা যায়, এক ধারে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আবরারের ভঙ্গি নকল করে মাথা নাড়াতে দেখা যায় তাঁদের। ভাবখানা এমন যেন অনেক খেলেছ, এবার বিদায় হও।
এর আগে জশপ্রীত বুমরাহ হ্যারিস রউফের প্লেন ক্র্যাশ সেলিব্রেশনের জবাব দিয়েছেন। ম্যাচের বয়স তখন ১৭.৫ ওভার। বল করছেন বুমরাহ। সামনে হ্যারিস রউফ। বলের গতির কোনও কূলকিনারা পাননি রউফ। সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে যায়। তারপরই হাত দিয়ে বিমান নামানোর ভঙ্গি করেন বুমরাহ। ইঙ্গিত বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। যা দেখে ইরফান পাঠান লিখেছেন, ‘বিমান মাটিতে নামিয়ে দিলেন বুমরাহ।’ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘এই জবাবটা পাকিস্তানের দরকার ছিল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.