Advertisement
Advertisement
Jasprit Bumrah

একেই বলে জবাব! রউফের উইকেট উড়িয়ে সেলিব্রেশনে পাকিস্তানের ‘বিমান ধ্বংস’ বুমরাহর

রউফকে কার্যত মাটি ধরালেন ভারতীয় পেসার।

Asia Cup final: Jasprit Bumrah made Air plane celebration after gatting Haris Rauf wicket
Published by: Arpan Das
  • Posted:September 28, 2025 9:45 pm
  • Updated:September 29, 2025 12:30 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে জবাব! যে হ্যারিস রউফ এতদিন আকাশে উড়ছিলেন, তাঁকে মাটিতে নামালেন বুমরাহ। পাক পেসারের উইকেট ওড়ালেন। আর তারপরই ‘বিমান সেলিব্রেশন’ ভারতীয় পেসারের। বা বলা যায় পাকিস্তানের ‘বিমান ধ্বংস’ করলেন বুমরাহ। যে ভঙ্গি করে সম্প্রতি প্রচারের আলোয় এসেছেন রউফ, ম্যাচের পারফরম্যান্সে সেটাই ফিরিয়ে দিলেন ভারতীয় তারকা।

Advertisement

ম্যাচের বয়স তখন ১৭.৫ ওভার। বল করছেন বুমরাহ। সামনে হ্যারিস রউফ। পাকিস্তান ব্যাটিংয়ের তখন কোমরভাঙা অবস্থা। কুলদীপের ৪ উইকেটের দাপটে রাতারাতি ভেঙে পড়ে পাক ব্যাটিং। আর শেষবেলায় বুমরাহর ছোবল। তাঁর বলের গতির কোনও কূলকিনারা পাননি রউফ। সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে যায়। তারপরই হাত দিয়ে বিমান নামানোর ভঙ্গি করেন বুমরাহ। ইঙ্গিত বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। যা দেখে ইরফান পাঠান লিখেছেন, ‘বিমান মাটিতে নামিয়ে দিলেন বুমরাহ।’

মনে করিয়ে দেওয়া যাক, সুপার ফোরের ম্যাচ চলাকালীন রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসি-র কাছে।

এবার ম্যাচে ফেরা যাক। এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা খারাপ করেনি পাকিস্তান। ওপেনিং জুটিতে উঠে যায় ৮৪ রান। সাহিবজাদা ফারহান করেন ৫৭ রান। ফখর জামান ৪৬ রান করেন। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। কিন্তু ভারতীয় স্পিনারদের আসতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১১৩ রানে ২ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ