Advertisement
Advertisement
Asia Cup

চূড়ান্ত এশিয়া কাপের সুপার ফোরের চার দল, কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

হ্যান্ডশেক বিতর্কের আবহেই ফের মুখোমুখি ভারত-পাক।

Asia Cup super four stage to start from Saturday

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 19, 2025 9:17 am
  • Updated:September 19, 2025 9:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের সুপার ফোরের চার দল। এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে। তবে ভার‍ত বনাম ওমানের সেই ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে।

Advertisement

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্কের বিচারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল ভারতের। যদি সোমবারে ম্যাচে ওমান জিতে যেত এবং শুক্রবার ওমানের কাছে বড় ব্যবধানে হারলে সূর্যকুমার যাদবদের পক্ষে সুপার ফোরের রাস্তা কঠিন হয়ে যেত। কিন্তু সোমবার ওমান হারার ফলে সুপার ফোরে সরাসরি চলে গিয়েছে ভারত। অন্যদিকে, এক ম্যাচ বাকি থাকতে সুপার ফোরে চলে গিয়েছিল শ্রীলঙ্কাও।

সুপার ফোরের বাকি দু’টি জায়গার জন্য লড়াই ছিল চারটি দল-পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে। বয়কট নাটকের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সুপার ফোরের টিকিট ছিনিয়ে নেন শাহিন আফ্রিদিরা। অন্যদিকে ‘বি’ গ্রুপে কার্যত নকআউট ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার থেকেই সুপার ফোরের যুদ্ধে নামবে চার দল। আগামী রবিবার সেরা দুই দল নামবে ফাইনালে।

উল্লেখ্য, হ্যান্ডশেক বিতর্কের মধ্যেই রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও কি করমর্দন থেকে বিরত থাকবে দুই দল? ফের বয়কট নাটক করবে পাকিস্তান? প্রশ্ন থাকছে। 

এশিয়া কাপ সুপার ফোরের সূচি

২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান
২৩ সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement