Advertisement
Advertisement
Bangladesh team Profile

লিটনের নেতৃত্ব এশিয়া কাপে নতুন ভোরের স্বপ্নে বিভোর বাংলাদেশ, এক নজরে শক্তি-দুর্বলতা

বড় টুর্নামেন্টে লাগাতার ব্যর্থতা কাটাতে পারবে বাংলাদেশ?

Asia Cup team Profile: Bangladesh look to undo their big tournament woes
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2025 6:30 pm
  • Updated:September 9, 2025 6:30 pm   

মঙ্গলবার শুরু হয়েছে এশিয়া কাপ। ৮ দল নামছে এশিয়া সেরার লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে বাংলাদেশ।

Advertisement

গ্রুপ:

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকংয়ের সঙ্গে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, শাকিব আহমেদ, শরিফুল ইসলাম, সইফ উদ্দিন।

সম্ভাব্য প্রথম একাদশ:
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
লিটন দাস (অধিনায়ক)
তৌহিদ হৃদয়
জাকের আলি অনিক
মাহেদি হাসান
রিশাদ হোসেন
তাসকিন আহমেদ
তানজিম হাসান শাকিব
মুস্তাফিজুর রহমান

শক্তি:
বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হল পেস বিভাগ। তাসকিন, তানজিম হাসান শাকিবরা সাম্প্রতিক অতীতে নতুন বলে ভালো ফর্মে। তাছাড়া মুস্তাফিজুর রহমান মাঝের ওভার এবং ডেথ ওভারে বেশ উপযোগী। বিশেষ করে আমিরশাহীর স্লো পিচে মুস্তাফিজুর বেশ কার্যকর হতে পারেন। স্পিন বিভাগেও রিশাদের মতো লেগ স্পিনার, মাহেদির মতো স্পিনার রয়েছেন। দুজনেই প্রয়োজনে ব্যাট করতে পারেন। বাংলাদেশের আরও একটি শক্তি হল সাম্প্রতিক ফর্ম। লিটন দাসের নেতৃত্বে ভালো ফর্ম দেখিয়েছে টাইগাররা। শেষ পাঁচ ম্যাচের ৪টিতে জিতেছে বাংলাদেশ। সব মিলিয়ে শেষ ১৫ ম্যাচের ৮টি জিতেছে।

দুর্বলতা:
বাংলাদেশের মূল দুর্বলতা বড় টুর্নামেন্টে মানসিক চাপ না নিতে পারা। অতীতে বহুবার দেখা গিয়েছে বাংলাদেশ দল বড় টুর্নামেন্টের আগে ভালো ফর্ম দেখিয়েছে। কিন্তু টুর্নামেন্টে গিয়ে সেভাবে দাগ কাটতে পারেনি। বড় ম্যাচে ছোট ছোট ভুল করাটা বাংলাদেশের পুরনো অভ্যাস। এ তো গেল মানসিকতার কথা। দল হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা পাওয়ার হিটারের অভাব। দলের কোনও ব্যাটারের স্ট্রাইক রেট ১৪০- এর উপরে নয়। অধিকাংশ ব্যাটার রান তোলেন ১২০-১৩০ স্ট্রাইক রেটে। যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই গতিতে রান তুলে ম্যাচ জেতা যায় না।

এক্স ফ্যাক্টর:
জাকের আলি অনিক। বাংলাদেশের ধীর গতির ব্যাটারদের মধ্যে অনিক ব্যতিক্রম। তিনি অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে পরীক্ষিত নন। বাংলাদেশকে এশিয়া কাপে ভালো ফল করতে হলে অনিককে জ্বলে উঠতে হবে।

সম্ভাবনা:

গ্রুপ পর্বে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দলের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই সুপার ফোরের আগে কঠিন লড়াই অপেক্ষা করছে লিটনদের সামনে। গ্রুপ পর্বের বাধা পেরনোই মূল চ্যালেঞ্জ লিটনদের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ