Advertisement
Advertisement
Karun Nair

‘নির্বাচকদের জিজ্ঞেস করুন…’, বাদ পড়া নিয়ে বিস্ফোরক করুণ নায়ার

আর কী বলেছেন ৩৩ বছরের এই ক্রিকেটার?

'Ask the selectors...', Karun Nair's explosive comments after being dropped from the Indian team

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 26, 2025 3:16 pm
  • Updated:September 26, 2025 3:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছিল করুণ নায়ারের। ইংল্যান্ডে চার টেস্টে সুযোগ পেলেও বলার মতো কিছু করতে পারেননি। সেই কারণেই নির্বাচকরা তাঁকে ‘তৃতীয়’ সুযোগ দেননি। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। অবশেষে তাঁর বাদ পড়া নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন করুণ।

Advertisement

৩৩ বছরের এই ক্রিকেটার বলেন, “আশা করেছিলাম সুযোগ পাব। এ ব্যাপারে কী বলব জানি না। ভাষা নেই! এটা নিয়ে বেশি কিছু বলতেও চাই না। কারণ এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলা আমার পক্ষে কঠিন।” ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছিলেন করুণ। আট ইনিংস মিলিয়ে তাঁর রান মাত্র ২০৫ রান। সেরা স্কোর ৫৭। এই পরিসংখ্যানই কি তাঁর বাদ পড়ার নেপথ্যে?

করুণের মন্তব্য, “নির্বাচকদের জিজ্ঞেস করে দেখুন। ওরাই বলতে পারবে এই সিদ্ধান্তের নেপথ্য কারণ। শেষ টেস্টে হাফসেঞ্চুরি করেছিলাম। সেখানে কিন্তু দলের অনেকেই ব্যর্থ হয়েছিল। সেই কারণেই মনে করি, আমারও দলের জয়ে অবদান ছিল। বিশেষ করে ওভাল টেস্টে, যেটা আমরা জিতেছিলাম। এখন মনে হচ্ছে, সেসব আর কোনও ব্যাপারই নয়।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কি টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল করুণ নায়ারের? বৃহস্পতিবার করুণ নায়ারকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগরকর বলেন, “আমরা করুণের কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম। ও চারটি টেস্টে সুযোগ পেয়েছে। কিন্তু বলা হচ্ছে একটি ইনিংসের কথা। এটাই সত্য। আমরা মনে করি, এই মুহূর্তে পাড়িক্কলের আরও বেশি কিছু প্রাপ্য। আশা করি, সকলকে ১৫-২০টি টেস্ট দিতে পারব আমরা।” টিম ইন্ডিয়ার নির্বাচক প্রধান হয়তো মনে করেন, করুণ নায়ারের জায়গায় এই মুহূর্তে দেবদত্ত পাড়িক্কল সেরা বিকল্প।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ