সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত টেস্ট। আর তাতে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও অনবদ্য কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ঘটনাচক্রে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে ক্যারিবিয়ান দল। আর তাতে বেজায় চটেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি আম্পায়ারদের কড়া শাস্তির দাবি তুলেছেন।
প্রথম টেস্টে ছ-ছ’টি সিদ্ধান্ত নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টককে নিয়েই বিতর্ক তুঙ্গে। প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন চেজ। ডিআরএস নেন ক্যারিবিয়ান অধিনায়ক। কিন্তু বল আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে, তা নিয়ে বিতর্ক রয়েছে। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কাছ দিয়ে বল যাওয়ার সময় স্পষ্ট ‘স্পাইক’ রয়েছে। তারপরও আউট দেন থার্ড আম্পায়ার হোল্ডস্টক। তার কয়েক ওভার পরেই ফের নাটক। হোপের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পিছনে। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ঝাঁপিয়ে বল ধরলেও পরে রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেছে। কিন্তু তারপরও হোপকে আউট দেওয়া হয়।
ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, “এটা খুবই হতাশাজনক। ক্রিকেটাররা গোলমালে জড়িয়ে পড়লে বা লাইনের বাইরে গিয়ে আচরণ করলে শাস্তি দেওয়া হয়। কিন্তু ম্যাচের কর্মকর্তাদের কখনও কিছুই করা হয় না। ভুল সিদ্ধান্ত দিলেও তাঁদের জীবনে কোনও পরিবর্তন হয় না।”
চেজ আরও বলেন, “আপনি ক্রিকেটারদের কেরিয়ারের কথা বলছেন। একটা খারাপ সিদ্ধান্ত কোনও ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিতে পারে। আমার মনে হয়, ক্রিকেটাররা যেমন ভুল করলে শাস্তি পায়, তেমনই আম্পায়ারদের খারাপ সিদ্ধান্তের উপরেও যেন শাস্তির নিয়ম থাকে।” উল্লেখ্য, হোপ আর চেজ ভালোই এগোচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দুই ব্যাটারই বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফেরেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.