সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্ট হারার পর ফের ধাক্কা ওয়েস্ট ইন্ডিজের। এবার বড়সড় জরিমানা হল ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামির। থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের একাধিক ‘বিতর্কিত’ সিদ্ধান্তের সমালোচনা করার জন্যই শাস্তি পেলেন তিনি। আইসিসির লেভেল ১ পর্যায়ের বিধিভঙ্গ করেছেন সামি।
আইসিসির তরফ থেকে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচের অফিসিয়াল বা অন্য কোনও প্লেয়ারকে নিয়ে সর্বসমক্ষে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করার ঘটনা ঘটেছে।’ ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। পাশাপাশি একটা ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো, নীতিন মেনন ছাড়াও থার্ড আম্পায়ার ও ফোর্থ আম্পায়ারের সুপারিশ অনুযায়ী ম্যাচ রেফারি জাভাগল এই শাস্তি দিয়েছেন। সামি শাস্তি মেনেও নিয়েছেন।
ঠিক কী হয়েছিল ব্রিজটাউনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে? প্যাট কামিন্সের বলে এলবিডব্লু হন রস্টন চেজ। সঙ্গে সঙ্গেই ডিআরএস নেন ক্যারিবিয়ান অধিনায়ক। কিন্তু বল আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে, তা নিয়ে বিতর্ক রয়েছে। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কাছ দিয়ে বল যাওয়ার সময় স্পষ্ট ‘স্পাইক’ রয়েছে। কিন্তু তারপরও আউট দেন থার্ড আম্পায়ার হোল্ডস্টক। তার কয়েক ওভার পরেই ফের নাটক। হোপের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পিছনে। অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ঝাঁপিয়ে বল ধরেন। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেছে। কিন্তু তারপরও হোপকে আউট দেওয়া হয়।
ওই দিনের ম্যাচের পর ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সঙ্গে দেখা করেন সামি। তিনি বলেন, “আমি দেখেছি, বিশেষ কয়েকজন আম্পায়ার এই ধরনের ঘটনা ঘটান। আমি শুধু চাই, সিদ্ধান্তের মধ্যে ধারাবাহিকতা থাকুক।” সেটারই শাস্তি পেলেন তিনি। ক্যারিবিয়ান অধিনায়ক চেজও বলেন, “এটা খুবই হতাশাজনক। ক্রিকেটাররা গোলমালে জড়িয়ে পড়লে বা লাইনের বাইরে গিয়ে আচরণ করলে শাস্তি দেওয়া হয়। কিন্তু ম্যাচের কর্মকর্তাদের কখনও কিছুই করা হয় না। ভুল সিদ্ধান্ত দিলেও তাঁদের জীবনে কোনও পরিবর্তন হয় না।” কিন্তু কার্যক্ষেত্রে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের কোচই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.