ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বোঝা গিয়েছিল এই অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। বাস্তবে দেখা গেল সেটাই। ২৫ জুন থেকে বার্বাডোজে অজিরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। তার আগে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়ার। সেই দলে সুযোগ পেলেন না তারকা ক্রিকেটার মার্নাস লাবুশানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করতে নেমেছিলেন লাবুশানে। রান পাননি। দু’টো ইনিংস মিলিয়ে করেছিলেন ১৭ এবং ২২। চলতি বছর চার টেস্টে তাঁর গড় মাত্র ১৬.২৫। তাঁর এই ফর্মহীনতাই তাঁকে দল থেকে ছিটকে দিয়েছে। অস্ট্রেলিয়ায় নির্বাচক প্রধান জর্জ বেইলি এক বিবৃতিতে বলেন, “সেরা ফর্মের মার্নাস এই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হতে পারে। কিন্তু আমরা ওর কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম, তা পূরণ করতে পারেনি। তবে, ওর ক্রিকেটীয় দক্ষতাকে আমরা কদর দিই। আশা করি, এটাকে ও ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবেই নেবে।”
ফাইনালে চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। তিনি এখনও পর্যন্ত চোট সারিয়ে উঠতে পারেননি। সেই কারণে তাঁকে দেখা যাবে না বার্বাডোজে। দলে সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস এবং জশ ইংলিশ। স্মিথ সম্পর্কে তাঁর সংযোজন, “স্টিভের চোট সারাতে আরও কিছুদিন সময় লাগবে। ওকে আমরা আরও এক সপ্তাহ বিশ্রাম দিয়েছি। এই সময়ের মধ্যে ওর চোটের খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। আমরা স্টিভ এবং মার্নাসের পরিবর্তে জশ এবং স্যামকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
গত বছর বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকে কনস্টাস মুগ্ধ করেছিলেন। উসমান খোয়াজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে, এই বছরের শুরুতে শ্রীলঙ্কায় অভিষেক সেঞ্চুরি করা ইংলিশ নামতে পারেন স্মিথের জায়গায়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আরও কয়েকটা দিন পর ব্যাটিং অর্ডার ঠিক করা হবে। আপাতত WTC ফাইনালের হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.