Advertisement
Advertisement
India U19 vs Australia U19

অজিভূমে আগ্রাসন! ভারতীয় যুব দলের দাপটে ইনিংসে হার অস্ট্রেলিয়ার

ভারতীয় যুব দলের পরবর্তী টেস্ট ৭ অক্টোবর থেকে।

Australia conceded an innings defeat to the dominance of the Indian youth team
Published by: Prasenjit Dutta
  • Posted:October 2, 2025 6:35 pm
  • Updated:October 2, 2025 6:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিদের ডেরায় তাণ্ডব দেখিয়ে জয় ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৫৮ রানে হারাল বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। দুই ম্যাচের সিরিজে আপাতত এগিয়ে গেল ভারতীয় যুব দল। 

Advertisement

ব্রিসবেনে ইয়ান হিলি ওভালে প্রথম দিন ২৪৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ৭৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন নজির গড়ে বৈভব। শেষমেশ ৮৬ বলে ১১৩ রানে আউট হয়ে প্যাভিলয়নে ফেরে ভারতের এই বিস্ময় প্রতিভা। এরপর বেদান্ত ত্রিবেদীর ১৪০ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ভারতীয় যুব দল প্রথম ইনিংসে তোলে ৪২৮ রান। অর্থাৎ ১৮৫ রানের বিশাল লিড পায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ভারত। মাত্র ১২৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দীপ্তেশ দেবেন্দ্রনের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল ১৭ বছরের এই ক্রিকেটার। খিলান প্যাটেল নিয়েছে ৩ উইকেট। অনমোলজিৎ সিং এবং কিষাণ কুমারের সংগ্রহ দু’টি করে উইকেট।

ভারতীয় যুব দলের পরবর্তী টেস্ট ৭ অক্টোবর থেকে। প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে বৈভব, তাতে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। তার ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই নজিরটি ছিল অস্ট্রেলিয়ার লিয়াম ব্ল্যাকফোর্ডের দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২৪টি বলে শতরান করেছিলেন। ১৪ বছর ১৮৮ দিন বয়সে অস্ট্রেলিয়ায় যুব টেস্টে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার এখন বৈভব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ