সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর মাস্টার ব্লাস্টার হওয়ার আগে মাঠে বল বয়ের কাজও করেছেন। এই কাহিনি এখন সব ক্রিকেটপ্রেমীদেরই জানা। এবার এক নতুন ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব। ক্রিকেটারদের জন্য মাঠে জল বইলেন প্রধানমন্ত্রী!
না, গুজব নয়। বৃহস্পতিবার মানুকা ওভালে এক প্র্যাকটিস ম্যাচে ওয়াটার বয়ের ভূমিকায় ধরা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রাইম মিনিস্টার একাদশ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুশীলন ম্যাচে এমনই বিরল ঘটনা ঘটল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, হাতে জলের কন্টেনার নিয়ে মাঠে হাজির প্রধানমন্ত্রী। পরনে সাদা শার্ট, সবুজ টাই, মাথায় অজি জাতীয় দলের টুপি। ক্রিকেটারদের জল দিয়ে তাঁদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন মরিসন। যা দেখে হতবাক নেটদুনিয়াও। তবে প্রত্যেকেই প্রধানমন্ত্রীর এমন সারল্যের প্রশংসা করছেন।
How cool that the Prime Minister comes out with the drinks at the Prime Minister’s XI game in Canberra
— Harsha Bhogle (@bhogleharsha)
ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকর হর্ষ ভোগলে টুইটারে লেখেন, “কী দারুণ ব্যাপার। ক্যানবেরায় অজি দলের জন্য ওয়াটার বয়ের ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী স্কট মরিসন।” অনেকেই বলছেন, অজি দলের ১৩ নম্বর সদস্য হিসেবে প্রধানমন্ত্রী যেভাবে মাঠে জল হাতে দৌড়ে এলেন, তা সত্যিই প্রশংসনীয়। গতকালের টি-টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৩০ রান করে শ্রীলঙ্কা। জবাবে এক উইকেটে ম্যাচ জেতে হোম ফেভরিটরা। তবে খেলার ফলকে ছাপিয়ে ক্রিকেটপ্রেমীদের চর্চায় এখন ‘ওয়াটার বয়’ মরিসন।
— Mishi (@Mishi827)
This water boy is actually…
AUSTRALIA PM giving water to team 👍
Kia baat hai 👌
Australian Prime Minister Scott Morrison brought in drinks for the Australian team during the water break as the 13 member in the team 👏 💯
— Rashid lian🇱🇰🇸🇬🇹🇭 (@Rashidlian1)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.