Advertisement
Advertisement
Ben Stokes

‘ঘ্যানঘ্যান করো না’, স্টোকসকে ‘নির্লজ্জ’ বলে তুলোধোনা, জাদেজা-সুন্দরদের পাশে অজি মিডিয়া

ভণ্ড, নির্লজ্জ, অক্রিকেটীয়, দ্বিচারী-এহেন শব্দে বর্ণনা করা হয়েছে ইংরেজ অধিনায়ককে।

Australian media slams Ben Stokes over offering handshake
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2025 5:58 pm
  • Updated:July 28, 2025 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টে হ্যান্ডশেক বিতর্কে এবার সরব হল অস্ট্রেলীয় মিডিয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে তুলোধোনা করেছে ফক্স ক্রিকেট, ব্রিসবেন টাইমসের মতো একাধিক অজি সংবাদমাধ্যম। ভণ্ড, নির্লজ্জ, অক্রিকেটীয়, দ্বিচারী-এহেন শব্দে বর্ণনা করা হয়েছে ইংরেজ অধিনায়ককে। সেই সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের পাশে দাঁড়িয়ে অজি মিডিয়ার বক্তব্য, শতরান করাটাকে ক্রিকেটবিরোধী বলে মনে করছে ইংল্যান্ড।

Advertisement

ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্রয়ের প্রস্তাব দিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। রবীন্দ্র জাদেজা তখন ৮৭ রানে অপরাজিত। ৮০-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন ৭৫ রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চান। তখনও ১৫ ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে যান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার।

প্রত্যাখ্যান মোটেও ভালোভাবে নেননি স্টোকস। মাঠেই অসন্তোষ প্রকাশ করে গোটা ইংল্যান্ড দল। ম্যাচ শেষে বিপক্ষের সঙ্গে হাতও মেলাননি স্টোকস। গোটা বিষয়টি নিয়েই ইংরেজ অধিনায়ককে তোপ দেগেছে অজি মিডিয়া। ফক্স ক্রিকেটে লেখা হয়েছে, ‘কিসের স্পিরিট? ক্রিকেটের নিয়ম নিয়ে বড় বড় কথা বলে ইংল্যান্ড। কিন্তু বিপক্ষ সেই নিয়ম মানলেই সমস্যা? ইংল্যান্ডের হুঁশ ফেরানো উচিৎ।

ব্রিসবেন টাইমসে লেখা, “এখানে এসে ঘ্যানঘ্যান করো না ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে তোমাদের বদমেজাজি আচরণ।” হেরাল্ড সানে বলা হয়েছে, “জাদেজা-সুন্দরের ম্যাচ বাঁচানো লড়াইকে বাহবা জানাতে পারেনি ইংল্যান্ড। এটা একেবারেই অখেলোয়াড়ি আচরণ।” কোড স্পোর্টস বলছে, “আসলে ইংল্যান্ড অস্তিত্ব সংকটে ভুগছে। ওদের মনে হচ্ছে সেঞ্চুরি হচ্ছে ক্রিকেটবিরোধী।” অর্থাৎ দুই ভারতীয় অলরাউন্ডারের শতরান করাকেই সমর্থন করছে অজি সংবাদপত্রটি। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ইংল্যান্ড। তার আগে থেকেই সংবাদপত্রে শুরু হয়ে গেল দুই দেশের যুদ্ধ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ