Advertisement
Advertisement
Axar Patel

টিম ইন্ডিয়ার পর আইপিএলেও ধাক্কা! দিল্লি ক্যাপিটালসে ‘চাকরি’ যাচ্ছে তারকা ক্রিকেটারের?

গত মরশুমে অল্পের জন্য কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

Axar Patel To Be Removed From DC Captaincy and KL Rahul In Contention For IPL 2026

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:August 31, 2025 4:18 pm
  • Updated:August 31, 2025 4:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে অল্পের জন্য কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বে ভালো শুরু করেও শেষটা ভালো হয়নি। এবার জানা যাচ্ছে, অক্ষরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে পারে দিল্লি। এশিয়া কাপের দল ঘোষণার সময় দেখা যায়, তাঁকে আর টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রাখা হয়নি। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধাক্কা অক্ষরের! 

Advertisement

আসন্ন ট্রেড উইনডোতে দলে বড়সড় বদল করতে চায় দিল্লি। সেই সঙ্গে দলের অন্দরেও পরিবর্তন আনতে চায় তারা। যার মধ্যে রয়েছে অধিনায়ক পরিবর্তন। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কিছু না জানা গেলেও অক্ষরকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। অনেকেই চর্চা করতে শুরু করেছেন অক্ষরের বদলে কাকে অধিনায়ক করা হতে পারে। সেক্ষেত্রে সবার আগে আসছে কেএল রাহুলের নাম।

গত আইপিএলে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন রাহুল। ওপেনিং হোক বা মিডল অর্ডার-দুই ভূমিকাতেই সফল হন। তারপর ইংল্যান্ড সফরে গিয়েও তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে কোচ পণ্ডিতের ছাঁটাইয়ের পরই দল গোছাতে চাইছে কেকেআর ম্যানেজমেন্ট। বর্তমানে নাইট শিবিরের যা অবস্থা, তাতে রাহুল এলে একসঙ্গে বেশ কিছু সমস্যা মিটে যেতে পারে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে কার্যকরী ভূমিকা নেবেন। আরও একজন বিদেশিকে খেলানোর রাস্তাও খোলা থাকবে। নাইটদের নেতৃত্বও দিতে পারবেন রাহুল।

জল্পনা চলছে, রাহুলের কেকেআর-যাত্রা রুখতেই হয়তো অক্ষরের নেতৃত্ব যাচ্ছে। তবে আগেরবার রাহুল নিজেই নেতৃত্ব নিতে রাজি হননি। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে রাহুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাহুল চেয়েছিলেন অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখতে। যদিও রাহুল ছাড়াও ফ্যাফ ডু’প্লেসিসের মতো অভিজ্ঞ বা ত্রিস্তান স্টাবসের মতো তরুণ প্রতিভায় ভরসা রাখতে পারে দিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ