সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটে চরম দুরবস্থা। কে দায়ী? উত্তর অনেক হতেই পারে। কিন্তু সামনে এসে দায় নিতে প্রস্তুত নয় কোনও ক্রিকেটারই। পাকিস্তান সুপার লিগ শুরুর আগে ছয় দলের অধিনায়কের উপস্থিতিতে সেই ছবি আরও স্পষ্ট হয়ে দেখা গেল। বাবর বল ঠেললেন রিজওয়ানের কোর্টে। পাক অধিনায়ক চুপ। শেষে উত্তর দিতে এগিয়ে এলেন শাহিন আফ্রিদি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জার বিদায়। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতা। পিএসএলের শুরুর আগে উঠে এল সেই প্রশ্ন। যেখানে উপস্থিত ছিলেন বাবর-রিজওয়ান-শাহিন-সহ ছয় দলের অধিনায়ক। এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, “গোটা দেশের মানসিক অবস্থা ভয়াবহ। আমরা কোথায় ভুল করছি? যখনই কোনও দল ২০০-র উপর রান করে, আমরা ভয় পেয়ে যাই। কেন এরকম হচ্ছে?”
কিন্তু বাবর কোনও উত্তরই দিলেন না। বরং কিছুক্ষণ পর রিজওয়ানকে বলেন উত্তর দিতে। কিন্তু পাকিস্তানের বর্তমান অধিনায়ক যেন শুনেও শুনলেন না। চুপচাপ বসে রইলেন। শেষ পর্যন্ত উত্তর দিতে এগিয়ে এলেন শাহিন শাহ আফ্রিদি। তিনিও এক সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন।
আফ্রিদি সব দায় স্বীকার করে বলেন, “বিষয়টা শুধু ব্যাটারদের নয়, বোলারদেরও দায়িত্ব আছে। ভালো পিচে যেমন ২০০ রান তোলা দরকার। তেমনই আমাদের দায়িত্ব প্রয়োজনমতো রান বাঁচানো। আমরা একটা পরিবার। পাকিস্তানের ক্রিকেটকে সেরা ফর্মে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।” যদিও কার্যক্ষেত্রে ‘পরিবার’ বা ‘দায়িত্ব’-এর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
Babar Azam was asked why Pakistan fails in big chases.He asked Rizwan to answer, but Rizwan had no response.
Shaheen stepped in and said it’s a team game, and they need to bowl better too.
A great gesture by Shaheen Shah Afridi.
— junaiz (@dhillow_)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.